Ranji Trophy: গুজরাতের বিরুদ্ধে ম্যাচের আগে সুখবর বাংলার, ফিট দলের 'ক্রাইসিস ম্যান' শাহবাজ, কার বদলে খেলবেন?
BCCI: বৃহস্পতিবার সকালে ইডেন গার্ডেন্সে ফিটনেস পরীক্ষা ছিল অলরাউন্ডারের। তাতে তিনি পাশ করে গিয়েছেন।

সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে বলা হয় বাংলার ক্রিকেটের ক্রাইসিস ম্যান। দল বিপদে পড়লেই তিনি যেন নিজের সেরাটা বার করে আনেন। বাংলার হয়ে ছ'নম্বরে ব্যাট করেন। তাতেই প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৪৩। একটি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি রয়েছে। সঙ্গে কার্যকরী বাঁহাতি স্পিনারও।
তবে চোটের কারণে রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে পারেননি সেই শাহবাজ আমেদ। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করছিলেন। তাঁকে প্রথম দুটি ম্যাচে পাওয়া যাবে না ধরে নিয়েই নকশা সাজাচ্ছিল বাংলা শিবির।
যদিও গুজরাত ম্যাচের আগে বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য বিরাট সুখবর। ফিট হয়ে উঠেছেন শাহবাজ। বৃহস্পতিবার সকালে ইডেন গার্ডেন্সে ফিটনেস পরীক্ষা ছিল অলরাউন্ডারের। তাতে তিনি পাশ করে গিয়েছেন। গুজরাতের বিরুদ্ধে শনিবার থেকে শুরু হতে চলা ম্যাচে শাহবাজকে ধরেই প্রথম একাদশ সাজানোর ভাবনা বাংলা শিবিরের।
বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে শেষ যে ম্যাচে খেলেছিলেন শাহবাজ, গত বছর মধ্য প্রদেশের বিরুদ্ধে সেই ম্যাচের সেরা হয়েছিলেন। ব্যাট হাতে ৯২ রান, বল হাতে ৪ উইকেট নিয়ে বাংলার জয়ের ভিত সাজিয়ে দিয়েছিলেন। গুজরাতের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটানোর পথে ৩০ বছরের ক্রিকেটার।
বৃহস্পতিবার ভাইফোঁটা থাকলেও, বাংলা ক্রিকেট দলের প্রস্তুতি রেখেছিলেন কোচ লক্ষ্মীরতন শুক্ল। প্র্যাক্টিসের শেষে লক্ষ্মী বললেন, 'শাহবাজ ফিট। গুজরাতের বিরুদ্ধে ওকে খেলানোর পরিকল্পনা রয়েছে।' খেললে কার পরিবর্ত হবেন শাহবাজ? শোনা গেল, আগের ম্যাচে একমাত্র স্পিনার হিসাবে খেলা বিশাল ভাটির পরিবর্তে একাদশে ফেরানো হতে পারে শাহবাজকে।
প্রথম ম্যাচের উইকেট নিয়ে অসন্তুষ্ট ছিল বাংলা শিবির। পেস বোলিং নির্ভর দল হয়েও ঘরের মাঠে উইকেট থেকে সুবিধা পাননি বলে তোপ দেগেছিলেন সহকারী কোচ অরূপ ভট্টাচার্য। সেই ম্যাচে যদিও বাংলা জেতে। শোনা গেল, গুজরাতের বিরুদ্ধেও চার পেসার নিয়েই নামার পরিকল্পনা রয়েছে বাংলা শিবিরের। তবে এবার খেলা হবে অন্য উইকেটে। আগের পিচের পাশের বাইশ গজে। মহম্মদ শামি কয়েকদিনের ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই কলকাতায় পৌঁছে গিয়েছেন। আকাশ দীপ শহরে ফিরে এদিন প্র্যাক্টিসেও হাজির ছিলেন। সঙ্গে ঈশান পোড়েল ও সূরয সিন্ধু জয়সওয়াল মিলিয়ে পেস-চতুর্ভুজ সাজাচ্ছে বাংলা শিবির। গুজরাত আগের ম্যাচে অসমের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেয়েছিল। বাংলা সরাসরি জয় ছাড়া কিছু ভাবছে না।




















