IND vs AUS: ছাড়পত্র ছিল না, তবুও অস্ট্রেলিয়ায় বিরুষ্কাকে এক করে দিয়েছিলেন শাস্ত্রী
Shastri On Virat: পারথ টেস্টের আগে বিশাল চাপে ছিলেন কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজে ঘরের মাঠে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধও বড় রান আসেনি।
পারথ: দীর্ঘদিনের সম্পর্ক পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিল ২০১৭ সালে। বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) চারহাত এক হয়েছিল। বর্তমানে তারকা দম্পতির ২ সন্তানও রয়েছে। বিরাট ভারতীয় দলের সঙ্গে যেখানে যেখানে সফর করেন, সেখানেই তাঁর ছায়াসঙ্গী হিসেবে থাকতে দেখা যায় অনুষ্কাকে। বিশ্বখ্যাত স্বামীর হয়ে গলা ফাটাতে দেখা যায় বলি অভিনেত্রীকে। পারথেও কোহলির সেঞ্চুরির মুহূর্তে ক্যামেরা ধরে নিয়েছিল অনুষ্কাকে। তবে ২০১৫ সালের অস্ট্রেলিয়া সফরের গল্পটা কিন্তু একটু অন্যরকম ছিল। সেই সফরের এক গল্পই শোনালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ ও প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় অলরাউন্ডার রবি শাস্ত্রী। সেই গল্পেও নায়ক বিরাট ও নায়িকা অনুষ্কা।
ফক্স ক্রিকেটে বর্ডার গাওস্কর ট্রফির ধারাভাষ্য় দিচ্ছেন শাস্ত্রী। ২০১৫ সালে ভারত যখন অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছিল, তখন বিসিসিআইয়ের নিয়ম ছিল যে শুধুমাত্র বিবাহিত ক্রিকেটারদের স্ত্রী-রাই সফরে যেতে পারবেন। কিন্তু সেই সময় শুধুমাত্র প্রেমিক প্রেমিকাই ছিলেন বিরাট ও অনুষ্কা। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক চাইছিলেন অনুষ্কাকে নিয়ে অস্ট্রেলিয়া উড়ে যেতে। সেই সময় সমস্যার সমাধান করেছিলেন শাস্ত্রীই। প্রাক্তন ভারতীয় কোচ বলছেন, ''আমার মনে আছে ২০১৫ সালে যখন ভারত অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখনও বিরাট ও অনুষ্কার বিয়ে হয়নি। কোহলি আমার কাছে এসে বলেছিল যে ও অনুষ্কাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে চায়। কিন্তু বোর্ড রাজি হচ্ছিল না। আমি সেই সময় বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম। স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম। এরপর অনুষ্কা দলের সঙ্গে যোগ দেয়। এরপরই বক্সিং ডে টেস্টে ১৬০ রানের ইনিংস খেলেছিল বিরাট। সেদিনই ফ্লাইং কিস ছুড়েছিল অনুষ্কাকে লক্ষ্য করে। যা আজও পরিবর্তন হয়নি। পারথেও সেই ছবি দেখা গেল। অনুষ্কা বরাবরই বিরাটের সবচেয়ে বড় সমর্থন হয়ে এসেছে।''
পারথ টেস্টের আগে বিশাল চাপে ছিলেন কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজে ঘরের মাঠে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধও বড় রান আসেনি। কেরিয়ারের শেষ বর্ডার গাওস্কর ট্রফি হয়ত অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে এসেছেন। এখনও যে শেষ হয়ে যায়নি সেটিই প্রমাণের বাড়তি তাগিদ ছিল। পারথে প্রথম ইনিংসে পাঁচ রান করে প্যাভিলিয়নে ফিরলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত শতরানের ইনিংস খেলেন কিং কোহলি।
আরও পড়ুন: ৪৫ ওভারে ৫৮৩ রান! মোহনবাগানের রেকর্ড স্কোরে কলকাতা ময়দানে আলোড়ন