আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Ravichandran Ashwin: দুরন্ত সেঞ্চুরি করে ভেন্টিলেশনে ঢুকে পড়া ভারতীয় ইনিংসকে সঞ্জীবনী দিলেন অশ্বিন
India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে ফেভারিট হিসাবে নেমেও চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে যখন ভারতীয় ব্যাটিং রীতিমতো ভেন্টিলেশনে, তখন ঝলসে উঠল তাঁর ব্যাট।
চেন্নাই: তাঁর ঘরের মাঠ। এই মাঠে খেলেই তাঁর উত্থান। বাইশ গজের প্রতি ইঞ্চি চেনেন হাতের তালুর মতো। বাংলাদেশের বিরুদ্ধে ফেভারিট হিসাবে (India vs Bangladesh) নেমেও চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে যখন ভারতীয় ব্যাটিং রীতিমতো ভেন্টিলেশনে, তখন ঝলসে উঠল তাঁর ব্যাট।
তিনি আর অশ্বিন (Ashwin)। গোটা বিশ্ব যাঁকে কুর্নিশ করে সর্বকালের অন্যতম সেরা স্পিনার হিসাবে। টেস্টে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক। অনিল কুম্বলের (Anil Kumble) ঠিক পরে রয়েছেন অশ্বিন।
তবে আর অশ্বিন বৃহস্পতিবার ভারতের ত্রাতা হয়ে উঠলেন ব্যাট হাতে। ১০১তম টেস্টে নিজের ষষ্ঠ সেঞ্চুরি করলে। রবীন্দ্র জাডেজার সঙ্গে অবিচ্ছেদ্য সপ্তম উইকেটে দেড়শো রানের বেশি যোগ করে ফেলেছেন। অশ্বিনের সেঞ্চুরির সুবাদে চাপ কাটিয়ে লড়াইয়ের জায়গায় পৌঁছে গিয়েছে ভারতও (Team India)।
আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা
ভারতীয় ইনিংসের ৭৮ তম ওভার। ১০৫ বলে ৯৭ রানে ব্যাট করছিলেন অশ্বিন। বোলার বহু যুদ্ধের পোড়খাওয়া সৈনিক শাকিব আল হাসান। প্রথম বলেই স্লগ স্যুইপ করে ২ রান নিয়ে ৯৯ রানে পৌঁছলেন অশ্বিন। শাকিবও ছাড়ার পাত্র নন। মানসিক যুদ্ধ শুরু করলেন। পরের বলটিই রান আপ ধরে দৌড়ে এসে ডেলিভারি করলেন না। মনঃসংযোগ নষ্ট করার জন্য যা ব্যবহার করে থাকেন বোলাররা। কিন্তু অশ্বিনও এদিন ছিলেন নিজের মেজাজে। মনোনিবেশে ধাক্কা তো খেলেন না, বরং পরের বলে আত্মবিশ্বাসী শট খেলে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন। টেস্টে তাঁর ষষ্ঠ শতরান। ১০৮ বলে তিন অঙ্কে পৌঁছলেন।
যখন অশ্বিন ব্যাট করতে নেমেছিলেন, ভারত বেশ চাপে। ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে। কারও কারও মনে অশনি সংকেত উঁকিঝুঁকি মারছে। সদ্য পাকিস্তানকে তাদের দেশে গিয়ে টেস্ট সিরিজে হারিয়ে এসেছে বাংলাদেশ। চেন্নাইয়েও কোনও অঘটন অপেক্ষা করে নেই তো?
A stellar TON when the going got tough!
— BCCI (@BCCI) September 19, 2024
A round of applause for Chennai's very own - @ashwinravi99 👏👏
LIVE - https://t.co/jV4wK7BgV2 #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/j2HcyA6HAu
তবে ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করে, নিজের মতো শট খেলে ঘরের মাঠে উজ্জ্বল অশ্বিন। চেন্নাইয়ে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
আরও পড়ুন: আর জি কর কাণ্ডে কুরুচিকর ভাষায় আক্রমণ, সাইবার ক্রাইম শাখায় অভিযোগ সৌরভের
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement