IND vs WI: তৃতীয় দিনের শুরুতেই পড়ল ৫ উইকেট, আমদাবাদে বিরাট ব্যবধানে জয়ের দিকে অগ্রসর ভারত
Ravindra Jadeja: ব্যাট হাতে শতরান হাঁকানোর পর বোলিংয়েও ইতিমধ্যেই দুই উইকেট নিয়ে নিয়েছেন রবীন্দ্র জাডেজা।

আমদাবাদ: ম্যাচের প্রথম দুই দিন ভারতীয় দল দাপট দেখিয়েছে। আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে (IND vs WI) তৃতীয় দিনেও সেই দাপট অব্যাহত রইল। এক সেশনেই পড়ল ৫ উইকেট। নিশ্চিত জয়ের পথে অগ্রসর টিম ইন্ডিয়া। এখনও দুই দিনের বেশি সময় বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ়ের জন্য চাপ কিন্তু ক্রমশই বাড়ছে।
গতকাল পাঁচ উইকেটের বিনিময়ে ৪৪৮ রানে দিনের খেলা শেষ করেছিল ভারতীয় দল। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ১২৫ এবং ওয়াশিংটন সুন্দর নয় রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। আজ সকালে তাঁরা আর ব্যাটে নামেননি। ৪৪৮ রানে দিনের শুরুতেই ইনিংস ঘোষণা করে দেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। ডিক্লেয়ার করার সময় ২৮৬ রানে এগিয়ে ছিল ভারতীয় দল।




















