Rinku Singh: প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়ে আবেগঘন রিঙ্কু, ভাইরাল তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট
Asian Games 2023: এশিয়ান গেমসে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ক্রিকেটের লড়াই আয়োজিত হবে।
নয়াদিল্লি: শুক্রবার, ১৪ জুলাই আসন্ন এশিয়ান গেমসের (Asian Games 2023) জন্য ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ঘোষণা করা হয়েছে। এই টুর্নামেন্টেই ভারতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন আইপিএলে সাড়া জাগানো রিঙ্কু সিংহ (Rinku Singh)। দুরন্ত পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পাওয়ার স্বপ্ন সত্যি হওয়ার পর রিঙ্কু সিংহ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন,যা বেশ ভাইরাল হয়েছে।
এ বছরই দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হবে। এছাড়া এশিয়া কাপ রয়েছে, বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজও খেলছে টিম ইন্ডিয়া। অনবদ্য আইপিএলের পর অনেকেই মনে করছিলেন রিঙ্কু ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলে ডাক পাবেন, তবে তেমনটা হয়নি। তবে যেহেতু এই ব্যস্ত সূচির মাঝেই ভারতীয় সিনিয়র দলের পক্ষে এশিয়ান গেমসে খেলাটা বেশ কষ্টসাধ্যই হতো। সেই কারণে দ্বিতীয় সারির একটি দলই এশিয়ান গেমসের জন্য বাছাই করেছেন ভারতীয় নির্বাচকরা, যেখানে সিনিয়র দলের নিয়মিত সদস্যরা নেই।
বড় তারকাদের অনুপস্থিতিতে তারুণ্যে ভরা দলেই ডাক পয়েছেন রিঙ্কু। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন রিঙ্কু। তিনি জাতীয় দলে ডাক পাওয়ার পর কেকেআর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। সেই পোস্টটাই নিজের স্টোরিতে শেয়ার করেন রিঙ্কু। উক্ত পোস্টে কেকেআরের জার্সি পরিহিত রিঙ্কুকে জাতীয় দলের জার্সি পরা রিঙ্কুর সঙ্গে ফিস্ট বাম্প করতে দেখা যাচ্ছে। ছবির উপরে লেখা 'অবশেষে'।
প্রসঙ্গত, এশিয়ান গেমসে সিনিয়রদের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। ১৫ জনের ভারতীয় দলে বাংলা রঞ্জি দলের দুই তারকা ক্রিকেটার মুকেশ কুমার ও শাহবাজ আমেদও ডাক পেয়েছেন। এশিয়ান গেমসে ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ক্রিকেটের লড়াই আয়োজিত হবে। টি-টোয়েন্টি ফর্ম্যাটেই এই টুর্নামেন্টের ম্যাচগুলি খেলা হবে।
নির্বাচিত ভারতীয় দল: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিংহ, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভশিমরন সিংহ (উইকেটকিপার)।
স্ট্যান্ড বাই: যশ ঠাকুর, সাই কিশোর, বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, সাই সুদর্শন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম