এক্সপ্লোর
Virat Kohli: ফের অস্ট্রেলিয়ার মাটিতে জ্বলে উঠবেন কোহলি? অজ়িভূমে একাধিক রেকর্ডের হাতছানি বিরাটের সামনে
India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে বিরাট কোহলির ওপর কিন্তু ভারতের সাফল্য অনেকটাই নির্ভরশীল।

অজ়়িভূমে গুচ্ছ রেকর্ডের হাতছানি কোহলির সামনে (ছবি: আইসিসি এক্স)
1/10

বিরাট কোহলির সামনে কিন্তু এই সিরিজ়েই ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। বিরাট কোহলি সর্বোচ্চ রানসংগ্রাহক হতে পারেন।
2/10

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় হিসাবে সর্বাধিক রান করেছেন সচিন তেন্ডুলকর। বিরাট কোহলি এই সিরিজ়ে আর ৪৫৮ রান করলেই ভারতীয় হিসাবে অজ়িদের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন।
3/10

সচিনের আরও একটি রেকর্ডেও ভাগ বসাতে পারেন কোহলি। আসন্ন সিরিজ়ের প্রথম দুই টেস্ট খেললেই সচিনের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে অজ়িভূমে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব গড়বেন কোহলি।
4/10

অ্যাডিলেডে এক তরুণ বিরাট কোহলির শতরানের পর গর্জন এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে গাঁথা রয়েছে।
5/10

অ্যাডিলেড ওভাল বরাবরই তাঁর পছন্দের মাঠ। তিনি এই মাঠেই তিনটি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর একটি সেঞ্চুরি হাঁকালেই এই মাঠে সর্বকালের সর্বাধিক শতরান হাঁকানোর রেকর্ড গড়ে ফেলবেন তিনি।
6/10

সচিনের পাশাপাশি আসন্ন সিরিজ়ে আরেক কিংবদন্তি ব্রায়ান লারাকেও কিন্তু পিছনে ফেলতে পারেন কোহলি।
7/10

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে আর ১০২ রান করলেই কোহলি লারাকে পিছনে ফেলে ওভালে সর্বাধিক রান করা বিদেশি ব্যাটার হয়ে যাবেন।
8/10

বর্ডার-গাওস্কর ট্রফিতে কোহলি বরাবরই নজর কেড়েছেন। বারংবার খারাপ ফর্মও কাটিয়ে উঠেছেন। এবারও তেমনটাই হলে, কোহলি যদি আর চারটি শতরান হাঁকাতে পারেন তাহলে তিনি অজ়িভূমে সর্বাধিক শতরানকারী বিদেশি ক্রিকেটার হয়ে যাবেন।
9/10

কোহলি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় ছয়টি শতরান করেছেন। আর চারটি সেঞ্চুরি হাঁকালেই জ্যাক হবসকে পিছনে ফেলে দেবেন তিনি।
10/10

পাশাপাশি আর ৫৭৪ রান করলেই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে তিনি অজ়িভূমে ৪০০০ আন্তর্জাতিক রান করবেন। ছবি- আইসিসি, বিসিসিআই, গেটি
Published at : 19 Nov 2024 02:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
