Rinku Singh: উত্তরপ্রদেশ সরকারের তরফে বিশেষ উদ্যোগ, বিরাট দায়িত্ব পেতে চলেছেন রিঙ্কু সিংহ
Uttar Pradesh State government: উত্তরপ্রদেশ সরকার রাজ্যের আন্তর্জাতিক পর্যায়ের অ্যাথলিটদের সম্মান জানাতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে।

নয়াদিল্লি: অত্যন্ত সাধারণ পরিবাক থেকে উঠে এসে কেবল নিজের প্রতিভার জোরে রিঙ্কু সিংহ (Rinku Singh) বিশ্বক্রিকেটে নিজের একটা পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। ভারতীয় দলের হয়েও খেলে ফেলেছেন উত্তরপ্রদেশ তথা কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার। এবার তিনি এক বড় দায়িত্ব পেতে চলেছেন। সেটা অবশ্য ক্রিকেট মাঠে নয়, বরং শিক্ষার বিভাগে। একাধিক রিপোর্ট অনুযায়ী রিঙ্কুকে উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh State government) রিঙ্কুকে জেলা প্রাথমিক আধিকারিকের পদে নিয়োগ করার উদ্যোগ নিয়েছে।
উত্তরপ্রদেশ সরকার রাজ্যের আন্তর্জাতিক পর্যায়ের অ্যাথলিটদের সম্মান জানাতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে। International Medal Winners Direct Recruitment Rules-2022 মারফৎ আন্তর্জাতিক পর্যায়ে দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করা তারকাদের সরকারের তরফে সম্মানীয় না না পদে নিয়োগ করা হয়। সেই সূত্রেই রিঙ্কুও এই বিশেষ দায়িত্ব পেতে চলেছেন বলে একাধিক আঞ্চলিক খবর মাধ্যমে রিপোর্ট করা হচ্ছে। দাবি করা হচ্ছে প্রাথমিক শিক্ষার ডিরেক্টরের তরফে ইতিমধ্যেই এই মর্মে রিঙ্কুর জন্য চিঠিও তৈরি করা হয়ে গিয়েছে।
এই সম্মান অবশ্য নতুন কিছু নয় মহম্মদ সিরাজের ডিএসপি পদে নিয়োগ, লভলিন বরগোঁহাইরাও পুলিশের চাকরি করেন। সেটা নিজেদের ক্রীড়াক্ষেত্রে সাফল্যের কারণেই প্রাপ্ত। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন রিঙ্কু সিংহ।
আলিগড়ে ১৯৯৭ সালে রিঙ্কুর জন্ম। তাঁর বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করতেন বলে শোনা যায়। এক কামরার ঘরে ভাই বোনদের নিয়ে থাকা রিঙ্কু একদা পেট চালানোর দায়ে রাস্তায় ঝাড়ুদারের কাজ অবধি করেছেন। সেখান থেকে তাঁর এই পদ প্রাপ্তির সফরটা যে একেবারেই সহজ ছিল না, তা বলাই বাহুল্য।
সম্প্রতি রিঙ্কু সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদানও সেরে ফেলেছেন। সমাজবাদী পার্টির মছলিশহরের সাংসদ প্রিয়া। তাঁর বাবা তুফানি সরোজও কিন্তু তিন বারের সাংসদ ছিলেন। বর্তমানে তুফানি বিধায়ক। প্রিয়ার কিন্তু রাজনৈতিক পরিচয় বাদেও আরেকটি পরিচয় রয়েছে। তিনি আইনজীবী। শোনা যাচ্ছিল এ বছরের নভেম্বরেই তাঁর সঙ্গে রিঙ্কু গাঁটছড়াও বাঁধবেন। তবে তা পিছিয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। আগামী বছর ফেব্রুয়ারিতে বিয়ে হবে দুইজনের। উত্তরপ্রদেশের স্থানীয় সংবাদপত্র ‘অমর উজালা’ সূত্রে জানা গিয়েছে, এই বছর বিয়ে হচ্ছে না তাঁদের। তার কারণ কী?
আসলে আগামী নভেম্বরে ভারতের ম্য়াচ রয়েছে। টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। আর রিঙ্কু সিংহ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতের জার্সিতে খেলেন। তাই দেশের জার্সিতে খেলার জন্যই বিয়ে আপাতত পিছিয়ে দিয়েছেন রিঙ্কু।




















