Rohit Sharma Academy: বেতন নেই কোচেদের, টাকা ফেরত চাইছেন অভিভাবকরা, দুবাইয়ে বন্ধ রোহিত শর্মা ক্রিকেট অ্য়াকাডেমি
Rohit Sharma Update: গত বছর সেপ্টেম্বরে ক্রিককিংডম বাই রোহিত শর্মা ব্র্যান্ডের সঙ্গে পথ চলা শুরু হয়েছিল এই অ্য়াকাডেমির। কিন্তু চলতি বছরের শুরু থেকেই টালমাটাল পরিস্থিতি তৈরি হয়।

দুবাই: পথ চলা শুরু হয়েছিল বছরখানেক হল। কিন্তু এরমধ্য়েই বন্ধ হয়ে যাচ্ছে রোহিত শর্মা ক্রিকেট অ্যাকাডেমি। দুবাইয়ে ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এই অ্য়াকাডেমি শুরু হয়েছিল। কিন্তু একাধিক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে অ্য়াকাডেমিকে। যার জন্যই তা বন্ধ হয়ে যাওয়ার পথে। এতটাই খারাপ হাল যে কোচের বেতনও ঠিক মত দেওয়া সম্ভব হচ্ছে না। এরমধ্য়ে সেই অ্যাকাডেমিতে যে বাচ্চাদের ভর্তি করানো হয়েছে, তাদের অভিভাবকরাও হতাশা ব্যক্ত করেছেন। একই সঙ্গে টাকা ফেরত দেওয়ার দাবি করছেন। রোহিত শর্মার ছবি ব্যবহার করে এই অ্যাকাডেমি একাধিক ক্রিকেটারকে ভর্তি করিয়েছিল। জানা গিয়েছে প্রায় ৪০টি পরিবার তাদের বাচ্চাদের আগাম টাকা দিয়ে ভর্তি করিয়েছিল এই অ্যাকাডেমিতে।
গত বছর সেপ্টেম্বরে ক্রিককিংডম বাই রোহিত শর্মা ব্র্যান্ডের সঙ্গে পথ চলা শুরু হয়েছিল এই অ্য়াকাডেমির। কিন্তু চলতি বছরের শুরু থেকেই টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। সেভাবে প্রশিক্ষণ দেওয়া হত না। এমনকী প্রশিক্ষক যাঁরা ছিলেন, অনেকেই নাকি ছাড়তে থাকেন। অনেকের প্রচুর টাকা বকেয়া রয়ে গিয়েছে। ২৮ মে হোয়াটসঅ্যাপে পাঠানো এক মেসেজে অভিভাবকদের জানানো হয়, গ্রাসপোর্ট আর একাডেমি চালাবে না, বাকি ক্লাসগুলোর রিফান্ডও তারাই দেবে। তবে এখনো কেউ টাকাই ফেরত পাননি।
অ্য়াকাডেমির কোচেদের পরিস্থিতি এতটাই খারাপ যে তাঁরা এপ্রিল, মে মাস থেকে কোনও বেতন পাননি। গত মে মাস থেকে কোনও বেতন না পাওয়ায় বাড়িভাড়ার টাকাও মেটাতে পারছেন না সহকারী কোচ তিরান সন্দুন উইজেসুরিয়া। শ্রীলঙ্কার প্রাক্তন মহিলা ক্রিকেটার চামানি সেনেবীরত্নে বলেন, "শুরু থেকেই বেতন নিয়ে সমস্যা ছিল। কখনও দেরিতে, কখনো কিছুটা বেতন দেওয়া হত। মে মাসের পর থেকে কোনও টাকাই পাচ্ছি না।''
সূত্রের খবর, অ্য়াকাডেমির মাসিক যে ভাড়া তা দুবাইয়ের টাকার অঙ্কে ছিল ৫০ হাজার দিরহাম। কিন্তু সেই খরচা বহন করতে হিমশিম খেতে হচ্ছিল গ্রাসপোর্ট প্রতিষ্ঠানকে। রোহিত শর্মার ছবি নাকি বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছিল। যদিও




















