IND vs IRE: ফাস্ট বোলারদের দাপটের পর রোহিতের অর্ধশতরান, আয়ার্ল্যান্ডকে হেলায় হারাল ভারত
IND vs IRE T20 World Cup 2024 : আয়ার্ল্য়ান্ডকে কার্যত হেলায় হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান দুরন্তভাবে শুরু করল ভারতীয় দল..
নিউ ইয়র্ক: ৯৭ রানের লক্ষ্য একেবারেই খুুব বড় ছিল না। আয়ার্ল্য়ান্ডকে কার্যত হেলায় হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024)I অভিযান দুরন্তভাবে শুরু করল ভারতীয় দল (IND vs IRE)। ৪৬ বল বাকি থাকতে আট উইকেটে জয় সুনিশ্চিত করল টিম ইন্ডিয়া।
নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে এর আগে প্রচুর চর্চা হয়েছে। ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচে রানের গতি বাড়াতে একেবারে শেষের দিকে চাপে পড়েছিলেন হার্দিকরা। বাংলাদেশও ১২২ রানের বেশি তুলতে পারেনি। এই মাঠেই আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৭ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। একেবারে অল্প রান তাড়া করতে নামলেও ম্যাচ জিততে ১৭ ওভার লেগে যায় প্রোটিয়া শিবিরের। অনেকেই তাই এই পিচকে টি-টোয়েন্টির আদর্শ পিচ বলে মনে করছেন না। কিন্তু রোহিত শর্মা আবারও এই পিচেই প্রমাণ করে দিলেন তিনি কেন আর পাঁচটা সাধারণ ক্রিকেটারদের থেকে ভিন্ন।
মুশকিল পিচে দুরন্ত হাফ সেঞ্চুরি এল রোহিতের (Rohit Sharma) ব্যাট থেকে। ৩৬ বলে ৫০ রানের গণ্ডি পার করলেন তিনি। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিন রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন বিরাট কোহলি। একাদশ ঘোষণা করার সময় যশস্বী জয়সওয়াল বাদ পড়তেই কোহলি-রোহিতের ওপেনিং জুটি যে ভারতের হয়ে ইনিংস শুরু করবে, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। সেইমতো টিম ইন্ডিয়ার দুই মহাতারকাই এদিন কাঁধে কাঁধ মিলিয়ে ওপেন করতে নামেন। তবে কোহলির ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। ইনিংসের তৃতীয় ওভারে মার্ক অ্যাডেরের বলে মাত্র এক রানে সাজঘরে ফিরতে হয় বিরাটকে।
তবে তিনে ব্যাট করতে নামা ঋষভ পন্থ রোহিতকে যোগ্য সঙ্গ দেন। পাওয়ার প্লেতে ৩৯ রান তোলে টিম ইন্ডিয়া। দুইজনে হাফসেঞ্চুরি পার্টনারশিপও গড়েন। রোহিত দুরন্ত চার মেরে নিজের ৫০ রান পূরণ করেন। তবে তারপরেই মাঠ ছাড়তে হয় তাঁকে। তিনি ইনিংসে ব্যাট করার সময় হাতে চোট পেয়েছিলেন। সেই কারণেই সম্ভবত ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে বাধ্য হলেন ভারতীয় অধিনায়ক। অবশ্য তাতে দমে না গিয়ে পন্থ ৩৬ রানের অপরাজিত ইনিংসে ভারতকে জিতিয়েই মাঠ ছাড়েন। সূর্যকুমার যাদব (২) রান না পেলেও, জিততে অসুবিধা হয়নি টিম ইন্ডিয়ার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ২৫ ডলারের বিনিময়ে বাবরদের সঙ্গে দেখা করার সুযোগ! ক্ষুব্ধ প্রাক্তন পাক অধিনায়ক