IND vs AUS 4th Test: ওপেনিংয়েও ব্যর্থ রোহিত, রাহুলের উইকেট ভাঙলেন কামিন্স, চা বিরতিতে ভারতের স্কোর ৫১/২
Pat Cummins: ওপেনার রোহিত শর্মার উইকেট নেওয়ার পাশাপাশি কেএল রাহুলেরও উইকেট ভাঙেন অজ়ি অধিনায়ক প্যাট কামিন্সই।
মেলবোর্ন: চতুর্থ টেস্টে (IND vs AUS 4th Test) অস্ট্রেলিয়ার রানের পাহাড় তাড়া করতে নেমে চা বিরতির আগে ৫০ রানের গণ্ডি পার করে ভারতীয় দল। তবে ইতিমধ্যেই দুই উইকেটও হারিয়ে ফেলেছে ভারত। মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে ফিরলেও রোহিত শর্মা (Rohit Sharma) শুরুতেই ফের একবার ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে যান। কেএল রাহুলকে বেশ মজবুত দেখাচ্ছিল। তবে তাঁরও উইকেট ভেঙে দেন প্যাট কামিন্স (Pat Cummins)। রাহুল ২৪ রানে সাজঘরে ফেরেন। এরপরেই চা পানের বিরতির কথা ঘোষণা করা হয়। আপাতত যশস্বী জয়সওয়াল ২৩ রানে অপরাজিত রয়েছেন।
সেশনের শুরুটা অবশ্য বল হাতেই করেছিল ভারতীয় দল। শুরুতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল সাত উইকেটের বিনিময়ে ৪৫৪ রান। স্টিভ স্মিথের (Steve Smith) সেঞ্চুরিতে শক্তিশালী জায়গায় আগেই পৌঁছে গিয়েছিল অজ়িরা। আরও ৫০ রান মতো যোগ করে ৫০০ রানের গণ্ডি পার করার লক্ষ্যেই হয়তো ছিলেন স্মিথরা। তবে সেশন শুরু হতেই পরপর জোড়া ধাক্কা। প্রথমে ১৫ রানে মিচেল স্টার্কের উইকেট ভেঙে দেন জাডেজা। তার পরের ওভারেই ১৪০ রানে শেষ হয় স্টিভ স্মিথের ঐতিহাসিক ইনিংস। তবে এরপরেও অস্ট্রেলিয়ার হয়ে শেষ উইকেটেও মহামূল্যবান ১৯ রান যোগ করেন ন্যাথান লায়ন ও স্কট বোল্যান্ড। শেষমেশ বুমরার বলে ১২ রানে লায়ন আউট হলে অজ়ি ইনিংস শেষ হয়।
That'll be Tea on Day 2 of the 4th Test.
— BCCI (@BCCI) December 27, 2024
India 51/2
Scorecard - https://t.co/MAHyB0FTsR… #AUSvIND pic.twitter.com/ERTL2a8mOt
এরপরে ব্যাট করতে নামে ভারতীয় দল। তিনি যে মিডল অর্ডার নয়, এই ম্যাচে ওপেনই করবেন, তা টসেই জানিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। সেই মতোই ওপেন করতে নামেন রোহিত। তবে ওপেনিংয়েও ব্যর্থ তিনি। কামিন্সের বল পুল করতে গিয়ে ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে পারেননি তিনি। মাত্র তিন রানে আউট হতে হয় রোহিতকে। এরপর যশস্বী ও রাহুল ইনিংসের হাল ধরেন। তবে শেষবেলায় অনবদ্য এক বলে রাহুলকে আউট করেন অজ়ি অধিনায়ক কামিন্সই। তারপরেই সেশন সমাপ্তির ঘোষণা করে দেন আম্পায়াররা।
ম্যাচের লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গাব্বার স্মৃতি ফিরল মেলবোর্নে, লাবুশেনের ব্যাটিংয়ের সময় সিরাজ বেল বদল করতেই সাফল্য পেল ভারত