Rohit Sharma: দুই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন, এবার ওয়ান ডে অধিনায়ক হিসাবেও দায়িত্ব হারাচ্ছেন রোহিত শর্মা?
IND vs AUS: খবর অনুযায়ী ৪ অক্টোবর, অর্থাৎ আজই অস্ট্রেলিয়া সফরের দল বাছাইয়ের জন্য বৈঠকে বসবেন ভারতীয় দলের নির্বাচকরা।

মুম্বই: বর্তমানে আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে ব্যস্ত ভারতীয় দল (Indian Cricket Team)। এই সিরিজ়ের পরেই আবার অস্ট্রেলিয়া সফর। সেই সফরের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। কারণ এই সিরিজ়েই সম্ভবত ফের একবার ভারতীয় দলের দুই মহাতারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন। এই সিরিজ়ের দল নির্বাচনের জন্য বৈঠকে নাকি অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হবে।
৪ অক্টোবর, অর্থাৎ আজই অস্ট্রেলিয়া সফরের দল বাছাইয়ের জন্য বৈঠকে বসবেন ভারতীয় দলের নির্বাচকরা। সেখানেই আলোচ্য বিষয়গুলির মধ্যে রোহিত শর্মার অধিনায়কত্ব ভবিষ্যৎও অন্যতম বিষয় হতে চলেছে বলে খবর। এমনকী এ বিষয়ে রোহিতের সঙ্গেও কমিটির সদস্যরা কথা বলবেন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে
রোহিত ইতিমধ্যেই দুই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে ৩৮ বছর বয়সি ভারতীয় তারকা বিশ্বকাপ শুরু হতে হতে ৪০-র গণ্ডি পার করে ফেলবেন। তাই তাঁর ফিটনেস নিয়েই অনেকেই সন্দিহান। তবে রোহিত বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে রোহিত হালেই নিজের ফিটনেস পরীক্ষা দিয়েছেন। তাতেও অবশ্য জল্পনা কমছে না। এবার শেষমেশ ভারতীয় নির্বাচকরা কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার বিষয় হতে চলেছে।
উল্লেখ্য, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে খেলার ইচ্ছে আগেই প্রকাশ করেছিলেন রোহিত। ২০২৩ বিশ্বকাপে রানার্স আপ হতে হয়েছিল ভারতকে রোহিতের নেতৃত্বে। অধিনায়ক হিসেবে ওয়ান ডে বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করতে মরিয়া হিটম্য়ান। তবে রোহিতের কাঁধে নেতৃত্বভার ততদিন থাকবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
যদিও ফিটনেস ঠিক রাখতে ও অনুশীলনে কোনও খামতি রাখছেন না রোহিত। নিজের ওজনও অনেকটা কমিয়েছেন হিটম্য়ান। নিজের কেরিয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সবই অধিনায়ক হিসেবে জিতেছেন। মুম্বইয়ের অধিনায়ক হিসেবে আইপিএল জিতেছেন পাঁচবার। শুধু অধরা রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ।
অজিভূমে বিধ্বংসী বৈভব
অজিভূমে ফের একবার ভারতীয় দলের দুরন্ত জয়। ভেন্যু সেই ব্রিসবেন। এই ব্রিসবেনের গাব্বাতেই ঋষভ পন্থের সেই স্মরণীয় ইনিংসে ভর করে জয় পেয়েছিল ভারত। সেই ব্রিসবেনেই অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলকে কার্যত দুরমুশ করল ভারত। সৌজন্যে আরেক বাঁ-হাতি ব্যাটার, বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ওয়ান ডে সিরিজ়ের তার ব্যাটিং দৌরাত্ম্য দেখা গিয়েছিল। লাল বলের ক্রিকেটে ফর্ম্যাট বদলালেও বদলাল না ব্যাটিং শৈলী। মাত্র ৭৮ বলে সে শতরান হাঁকাল। আর সেই শতরানই ভারতকে ইনিংসে ম্যাচ জিততে সাহায্য করল।




















