Rohit Sharma: আচমকাই রোহিতের কাছে 'বিরাট' আবদার, ভারতীয় সমর্থকের মজার আর্জি ভারত অধিনায়ককে
Rohit Sharma's reaction goes viral: পুুণে টেস্টের প্রস্তুতি সেরে তখন ভারতীয় ক্রিকেটাররা ফিরে আসছিলেন ডাগ আউটে। সেই সময় অপেক্ষা করেছিলেন এই মহিলা ক্রিকেট সমর্থক।
পুণে: বেঙ্গালুরু টেস্টের (Bengaluru Test) হারতে হয়েছে। কিউয়িদের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এই পরিস্থিতিতে আগামীকাল ২৪ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সিরিজের দ্বিতীয় টেস্ট। গোটা দলই সিরিজে প্রত্যাবর্তনের লড়াই করছে। এরই মধ্যে রোহিত শর্মার (Rohit Sharma) কাছে মজার এক আবদার করলেন এক ভারতীয় ক্রিকেটপ্রেমী। সেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
পুুণে টেস্টের প্রস্তুতি সেরে তখন ভারতীয় ক্রিকেটাররা ফিরে আসছিলেন ডাগ আউটে। সেই সময় অপেক্ষা করেছিলেন এই মহিলা ক্রিকেট সমর্থক। তিনি দীর্ঘক্ষণ থেকেই অপেক্ষা করছিলেন রোহিতের অটোগ্রাফ নেওয়ার জন্য। রোহিত কাছে আসতেই খাতা ও পেন বাড়িয়ে দেন সেই মহিলা। রোহিতকে তিনি অটোগ্রাফ দিতে বলেন, এটাও উল্লেখ করেন যে দীর্ঘক্ষণ ধরে না খেয়ে তিনি প্রিয় ক্রিকেটারদের অনুশীলন দেখতে স্টেডিয়ামে অপেক্ষা করছিলেন। রোহিত হাসিমুখে অটোগ্রাফ মেটানো শুরু করেন। সেই সময়ই সেই মহিলা ক্রিকেটপ্রেমী রোহিতকে বলেন, ''বিরাট কোহলিকেও প্লিজ একটু বলে দেবেন যে তাঁকে দেখার জন্যও আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি ওঁনারও বিশাল বড় ভক্ত।''
Rohit Sharma's conversation with a fangirl today.😄💙#RohithSharma #ViratKohli #INDvNZ pic.twitter.com/afMBdrGZpV
— virat_kohli_18_club (@KohliSensation) October 22, 2024
পুণেতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ভারতীয় দলের হেডস্যর গম্ভীর জানিয়ে দিলেন, আগ্রাসী ক্রিকেটের মন্ত্র থেকে তাঁরা বেরিয়ে আসবেন না। যশপ্রীত বুমরার মতো পেসারকে বিশ্রাম দেওয়ার কথাও এখনই ভাবছেন না বলে ইঙ্গিত দিলেন গুরু গম্ভীর।
পুণেতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ভারতীয় দলের হেডস্যর গম্ভীর জানিয়ে দিলেন, আগ্রাসী ক্রিকেটের মন্ত্র থেকে তাঁরা বেরিয়ে আসবেন না। যশপ্রীত বুমরার মতো পেসারকে বিশ্রাম দেওয়ার কথাও এখনই ভাবছেন না বলে ইঙ্গিত দিলেন গুরু গম্ভীর।
বৃহস্পতিবার পুণেতে শুরু ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট। সামনেই অস্ট্রেলিয়া সফর। সেখানে পাঁচ টেস্ট ম্যাচ খেলবে ভারত। সেই সিরিজের কথা মাথায় রেখে কি বুমরাকে বিশ্রাম দেওয়া হবে? গম্ভীর সাংবাদিকদের বলেছেন, 'এই সিরিজ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার আগে ১০-১২ দিন সময় পাওয়া যাবে। আমাদের ফাস্টবোলারদের জন্য সেটা যথেষ্ট লম্বা বিরতি। তবে এই টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর যশপ্রীত বুমরার কী অবস্থা সেটা খতিয়ে দেখা হবে।'