Rohit Sharma: হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই কি দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন রোহিত?
Rohit Sharma Update: ইংল্যান্ডের বিরুদ্ধে শুভমন গিলের নেতৃত্বধীন ভারতীয় ক্রিকেট দল যেখানে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত, সেখানে রোহিত তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বর্তমানে।

নয়াদিল্লি: গত বছর অধিনায়ক হিসেবে দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে জয়ের পরই কুড়ির ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন হিটম্য়ান। আর চলতি বছর তাঁর নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল। কিউয়িদের বিরুদ্ধে ফাইনালে জয় ছিনিয়ে নেয় রোহিতের দল। ইতিমধ্য়েই টেস্ট ফর্ম্য়াট থেকেও সরে দাঁড়িয়েছেন ডানহাতি এই ওপেনার। ইংল্যান্ডের বিরুদ্ধে শুভমন গিলের নেতৃত্বধীন ভারতীয় ক্রিকেট দল যেখানে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত, সেখানে রোহিত তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বর্তমানে। তবে সম্প্রতি এক তথ্য সামনে এসেছে, যা এনেছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন নির্বাচক যতীন পরাঞ্জাপে। তিনি জানিয়েছেন যে রোহিত হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন ভারতকে।
এক সাক্ষাৎকারে প্রাক্তন জাতীয় নির্বাচক জানিয়েছেন, ''আমার মনে হয় রোহিতের মধ্য়ে আরও ক্রিকেট বাকি ছিল এই দুই ফর্ম্য়াটের জন্য। অন্তত আরও এক-দু বছর তো অবশ্যই। রান করার খিদেও ছিল ওর মধ্য়ে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই রোহিত হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিল। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগও পায়নি ও। পেলে হয়ত ব্যাট হাতে আরও স্বাচ্ছন্দ্যে দেখা যেত তাঁকে।''
পরাঞ্জাপে আরও বলেছেন, ''আমি মনে করি রোহিত হয়ত ১০, ১৫, ২০ রানই করছিল। কিন্তু ওর শটের মধ্য়ে সেই নিঁখুত ট্রেডমার্ক দেখতে পাওয়া যাচ্ছিল। আমি নিশ্চিত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আরও দুটো বছর অবশ্য়ই খেলত ও।''
উল্লেখ্য, ২০০৭ সালে ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও ছিলেন রোহিত। আর নিজের অধিনায়কত্বে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন তিনি। পরের বছরই চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতে নেন।
উল্লেখ্য, রোহিত টেস্টে অবসর ঘোষণার সময়েই জানিয়েছিলেন তিনি ওয়ান ডেতে ভারতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান। অপরদিকে, বিরাট কোহলিও ২০২৭ সালের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় প্রতিনিধিত্ব করার ইচ্ছাপ্রকাশ করেছেন। তবে দুই ফর্ম্যাটে অবসর এবং বিশেষত ইংল্যান্ড সফরের প্রাক্কালে টেস্ট থেকে দুইজনের আলবিদা বলার পরেই তাঁদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বেড়েছে। অনেকেই মনে করছেন যে দুই তারকাকেই বিসিসিআইয়ের তরফে একপ্রকার টেস্ট থেকে অবসরের জন্য বাধ্যই করা হয়েছে।
যদিও ANI কে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সহ-সভাপতি বলেন, ''আমি এটা সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। আমরা সকলেই বিরাট ও রোহিতকে মিস করছি। তবে অবসরের সিদ্ধান্তটাও তো রোহিত ও বিরাট নিজেই নিয়েছে। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী আমরা কখনও কোনও ক্রিকেটারকেই বলি না যে তোমার এই ফর্ম্যাট থেকে অবসর নিয়ে নেওয়া উচিত। এটা সবসময় খেলোয়াড়ের সিদ্ধান্ত এবং ওরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছে। ওদের অনুপস্থিতিটা তো আমরা সবসময় অনুভব করব, ওরা দারুণ ব্যাটার। তবে আমাদের জন্য ভাল খবর হল যে ওরা সকলে ওয়ান ডে খেলার জন্য উপলব্ধ রয়েছে।'




















