Watch: গর্বিত করেছেন ছেলে, টিম ইন্ডিয়ার শোভাযাত্রা শেষেই রোহিতকে স্নেহের চুম্বন মায়ের, ভাইরাল হল ভিডিও
Rohit Sharma at Wankhede Stadium: ২০০৭ সালের বিশ্বজয়ের সেলিব্রেশন থেকে ২০২৪ সালের সেলিব্রেশনই তাঁর কাছে বেশি পছন্দের বলে জানান রোহিত।
মুম্বই: চারিদিকে থিকথিকে ভিড়। কোথাও তিলধারণের জায়গা নেই। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্য়মে বিশ্বজয়ী টিম ইন্ডিয়াকে (Team India) স্বাগত জানাল মুম্বই। মায়ানগরীতে স্মরণীয় শোভাযাত্রা শেষে টিম ইন্ডিয়ার বাস পৌঁছয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানেই হাজার হাজার অনুরাগীদের সঙ্গে রোহিতের অপেক্ষায় ছিলেন তিনিও। পূর্ণিমা শর্মা। সম্পর্কে রোহিত শর্মার (Rohit Sharma) মা। শোভাযাত্রা শেষে মা-ছেলের এক আবেগঘন মুহূর্তই এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিশ্বজয়ের পর হারিকেন বেরিলের জেরে বেশ কয়েকদিন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই আটকে ছিল ভারতীয় দল। দুর্যোগ কাটিয়ে বুধবার দিন সকালেই নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণ করে ভারতীয় দলের বিশেষ বিমান। ঠাসা সূচি অনুযায়ী সকালে প্রধানমন্ত্রীর বাসভবেন গিয়ে তাঁর সঙ্গে দেখা করার পর মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় ভারতীয় দল। বিকালে মায়ানগরীতে মহা শোভাযাত্রা সকলকেই তাক লাগিয়েছে। তারপরেই ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়ার তারকাদের সম্বর্ধনা দেওয়া হয়। স্টেডিয়ামেই রোহিতের জন্য অপেক্ষারত পূর্ণিমা দেবী ছেলেকে দেখে আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। সঙ্গে সঙ্গেই ছেলের গালে দেন স্নেহের চুম্বন। মা-ছেলের এই আবেগঘন ভিডিওই নেটিজেনদের নজর কেড়েছে।
Such a sweet moment between Rohit Sharma and his mom 🥹❤️ pic.twitter.com/u8hXhr3LVL
— Vinesh Prabhu (@vlp1994) July 4, 2024
গোটা শোভাযাত্রা এবং সম্বর্ধনা অনুষ্ঠান জুড়েই টিম ইন্ডিয়ার তারকাদের আরব সাগরের তীরে আবেগের সাগরে ডুব দিতে দেখা যায়। নাচ, গানে মাতে কোহলি, রোহিতরা। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত যেমন সম্বর্ধনা অনুষ্ঠানেই বিশ্বজয়কে গোটা দেশবাসী এবং জাতীয় দলের হয়ে খেলা সকল ক্রিকেটারদের উৎসর্গ করেন। তিনি বলেন, 'এই ট্রফিটা গোটা দেশের জন্য। সেইসকল ক্রিকেটারের জন্য যারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আর আমাদের সমর্থকদের যারা ১১ বছর ট্রফির জন্য অপেক্ষা করেছেন।'
পাশাপাশি স্মরণীয় বাস প্যারেড নিয়েও মুখ খোলেন রোহিত শর্মা। ২০০৭ সালের বিশের বিশ্বজয়ী দলেরও অংশ ছিলেন রোহিত। সেবারের থেকে এবারের বিশ্বজয়ের উদযাপনে কী পার্থক্য রয়েছে? কাকে এগিয়ে রাখছেন 'হিটম্যান'? রোহিতকে বলতে শোনা যায়, '২০০৭ সালের ক্ষেত্রে গোটা বিষয়টা বিকেলে শুরু হয়েছিল। আজ তো এখন রাত গিয়েছে। ২০০৭ ভোলা সম্ভব নয়, কারণ ওটা তো আমার ক্রিকেটার হিসাবে প্রথম বিশ্বকাপ ছিল। এবারে দলের অধিনায়ক ছিলাম আমি, তাই আমার কাছে এবারের সফরটা বেশি পছন্দের।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মায়ানগরীতে স্মরণীয় বাস প্যারেড, বিশ্বজয়ী রোহিত, বিরাটদের দেখে আবেগঘন শাহরুখের বিশেষ বার্তা