SA vs IND: ফাইনালে বড় রান করতে ব্যর্থ, তাও ব্যক্তিগত রেকর্ড গড়ে টুর্নামেন্ট শেষ করলেন ব্যাটার রোহিত
Rohit Sharma: বিশ্বকাপের ফাইনালে পাঁচ বলে নয় রান করে কেশব মহারাজের বলে আউট হতে হয় রোহিত শর্মাকে।
বার্বাডোজ: গোটা টুর্নামেন্টে দুরন্ত আগ্রাসী ব্যাটিংয়ে সকলের নজর কেড়েছিলেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (SA vs IND) বড় রানের ইনিংস খেলতে পারলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। মাত্র নয় রানে সাজঘরে আউট হয়ে ফেরেন ভারতীয় অধিনায়ক। তবে বিশের বিশ্বকাপে এটাই রোহিতের সর্বকালের সর্বসেরা টুর্নামেন্ট।
রোহিত আট ম্যাচে এবারে বিশ্বকাপে ৩৬.৭১ গড় ও ১৫৬.৭০-র গড়ে মোট ২৫৭ রান করেছেন। ভারতীয়দের মধ্যে তিনিই এই বিশ্বকাপে সর্বাধিক রানের অধিকারী। তবে ফাইনালে শুরুটা ভাল করেও বেশিদূর এগোতে পারেননি টিম ইন্ডিয়া অধিনায়ক। কেশব মহারাজের বিরুদ্ধে দুই চার মেরে নিজের ইনিংস শুরু করেন রোহিত। তবে স্যুইপ শট মারতে গিয়েই হেনরিখ ক্লাসেনের হাতে ধরা পড়তে হয় তাঁকে। আপাতত তিনিই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ (আফগানিস্তানের তারকা ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২৮১ রান করে শীর্ষে) রানসংগ্রাহক।
শাকিব বাদে রোহিতই একমাত্র ক্রিকেটার যদি প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। টুর্নামেন্টের সর্বকালের দ্বিতীয় সর্বাধিক রানসংগ্রাহকও তিনি। ৪৭টি ম্যাচে বিশের বিশ্বকাপে ১২২০ রান করেছেন রোহিত। 'হিটম্যান' হাঁকিয়েছেন ১২টি হাফসেঞ্চুরি। এই বিশ্বকাপেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর মেগা টুর্নামেন্টে সর্বসেরা ৯২ রানের ইনিংসটি এসেছে ব্যাট থেকে। তবে ফাইনালে তিনি পারলেন না।
ফাইনালে অবশ্য কথা বলল আরেক ভারতীয় মহাতারকা বিরাট কোহলির ব্যাট। কোহলি ৭৬ রানের ইনিংস খেলে। অক্ষর গুরুত্বপূর্ণ ৪৭ রান করেন। এই দুইয়ের সুবাদেই টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৭৬ রান তোলে। ২০০৭ সালে তরুণ রোহিত ভারতের প্রথম বিশের বিশ্বজয়ী দলের অঙ্গ ছিলেন। এবার কিন্তু অধিনায়ক হিসাবে খেতাব জয়ের আশায় তিনি। রোহিত নিজের লক্ষ্যে সফল হতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব।
Innings Break! #TeamIndia post 1⃣7⃣6⃣/7⃣ on the board.
— BCCI (@BCCI) June 29, 2024
7⃣6⃣ for @imVkohli
4⃣7⃣ for @akshar2026
2⃣7⃣ for @IamShivamDube
Over to our bowlers now! 👍 👍
Scorecard ▶️ https://t.co/c2CcFqY7Pa#T20WorldCup | #SAvIND pic.twitter.com/Xf3aNtgAJO
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নির্ধারিত ২০ ওভার শেষে বোর্ডে ১৭৬/৭ তুলল ভারত, ম্য়াচ জিততে পারবে রোহিত বাহিনী?