T20 World Cup Final LIVE: টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্য়াম্পিয়ন ভারত
South Africa vs India LIVE: ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশের বিশ্বকাপে কিন্তু শেষ ১০ বছরে একবারও মুখোমুখি হয়নি। শেষ ২০১৪ দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমেছিল।
LIVE
Background
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে বিশের বিশ্বজয়ের (T20 World Cup 2024) খেতাবি দ্বৈরথ। এক দশকেরও অধিক সময় পরে ফের একবার আইসিসি ট্রফি জয়ের প্রত্যাশায় মাঠে নামবে টিম ইন্ডিয়া। অপরদিকে, প্রোটিয়া বাহিনীর (RSA vs IND) লক্ষ্য নিজেদের প্রথম বিশ্বকাপ জয়। সপ্তাহান্তে এই মহাদ্বৈরথের দিকে তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব।
বিস্ময়কর মনে হলেও, ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশের বিশ্বকাপে কিন্তু শেষ ১০ বছরে একবারও মুখোমুখি হয়নি। শেষ ২০১৪ দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমেছিল। সেই ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি। মিরপুরে সেইবারের সেমিফাইনালে ৪৪ বলে ৭২ রানের ইনিংসে টিম ইন্ডিয়া জয় পেয়েছিল। এবার লড়াইটা হবে ফাইনালে। দুই দলই এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপে অপরাজিত।
জোহানেসবার্গে সেই ২০০৭ সালের পর আর ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বকাপ তুলতে পারেনি টিম ইন্ডিয়া। সেই খরা কি এবার কাটবে ? নাকি দক্ষিণ আফ্রিকার প্রথম বিশ্বকাপ জয়ের মঞ্চ হবে এটা।
আগের ম্য়াচেই রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। টি২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক চার মারার রেকর্ড গড়ে ফেলেছিলেন হিটম্য়ান। শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার মহেলা জয়বর্ধনের রেকর্ড ভেঙে দেন তিনি। টি২০ বিশ্বকাপে এই মুহূর্তে রোহিতের দখলে আছে ৪৩টি ইনিংসে ১১৩টি চার মারার নজির। জয়বর্ধনে ৩১ ইনিংস খেলে মেরেছিলেন ১১১টি চার। এর পাশাপাশি প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টি২০ বিশ্বকাপের ইতিহাসে ৫০টি ছক্কা হাঁকানোর নজিরও এখন তাঁর ঝুলিতে। সার্বিক পরিসংখ্যান দেখলে, এক্ষেত্রে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ক্রিস গেইলের (৬৩) - এর পরেই।
IND vs SA Live Update: টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর বিরাটের
টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্য়াচে ম্য়াচের সেরা হলেন কিং কােহলি।
IND vs SA Live: চ্যাম্পিয়ন ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া।
IND vs SA Live Update: আউট মিলার
দুরন্ত ক্যাচ সূর্যকুমার যাদবের। বাউন্ডারি লাইনে ভারতকে বিশ্বকাপ জেতানোর সেরা মুহূর্ত তৈরি করলেন সূর্য। আউট মিলার।
IND vs SA Live: ১ ওভারে প্রোটিয়াদের প্রয়োজন ১৬
১ ওভারে ১৬ রান দরকার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে।
IND vs SA Live Update: ২ ওভারে ২০ দরকার প্রোটিয়াদের
১২ বলে ২০ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। ভারতের চাই আর ৪ উইকেট।