Ask Sachin on twitter: সোশ্যাল মিডিয়ায় 'আস্ক সচিন'-র অভিষেক, প্রিয় স্টেডিয়াম, ফুটবলারের নাম সবই জানালেন তেন্ডুলকর
Sachin Tendulkar: হঠাৎ করেই অনুরাগীদের প্রশ্নের উত্তর দিতে আগ্রহী তেন্ডুলকর 'আস্ক সচিন' উদ্যোগের কথা জানান সোশ্যাল মিডিয়ায় এবং মুহূর্তের মধ্যে হু হু করে তাঁর উদ্দেশে প্রশ্ন ভেসে আসে।
নয়াদিল্লি: খেলোয়াড় হিসাবে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বেশ কয়েকবছর। তবে এখনও তাঁর জনপ্রিয়তায় এতটুকু টান পড়েননি। তাই সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যখন 'আস্ক সচিন' (Ask Sachin) নাম উদ্যোগের মাধ্যমে অনুরাগীদের প্রশ্নের জবাব দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন তাঁর জন্য যে ভুরি ভুরি প্রশ্ন আসবে, সেটাই স্বাভাবিক। হলও তাই, নিজের প্রিয় স্টেডিয়াম, ফুটবলার থেকে অর্জুন তেন্ডুলকরকে তিনি কী পরামর্শ দিয়েছিলেন, অনুরাগীদের এমন নানা প্রশ্নের জবাব দিলেন সচিন।
সচিন-পুত্র যখন প্রথমবার তাঁর সামনে পেশাদার ক্রিকেটার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন সচিন তাঁর জবাবে কিন্তু তাঁকে পরামর্শ দেওয়ার বদলে, খুব সহজ একটা প্রশ্ন করেছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন, 'তুমি নিশ্চিত তো?' এক অনুরাগী সচিনকে তাঁর প্রিয় ফুটবলারের নাম জিজ্ঞেস করায় সচিন বিশ্বকাপসমেত লিওনেল মেসির একটি ছবি দেন। ওয়াংখেড়ের পরে ভারতের মাটিতে চিপকই তাঁর প্রিয় স্টেডিয়াম বলে এই প্রশ্নোত্তর পর্বে জানান সচিন।
ARE YOU SURE???????? https://t.co/XkC66ikLru
— Sachin Tendulkar (@sachin_rt) April 21, 2023
https://t.co/J929bc6TAK pic.twitter.com/GvCPXX7thQ
— Sachin Tendulkar (@sachin_rt) April 21, 2023
Chepauk! சேப்பாக்கம் 😀 https://t.co/AwewAB7G2I
— Sachin Tendulkar (@sachin_rt) April 21, 2023
এর পাশাপাশি সচিন বিশ্বকাপ ফাইনালে বিরাটকে কী পরামর্শ দেন সেই বিষয়ে প্রশ্ন করা হলে সচিন জবাবে বলেন, 'আমি ওকে বলেছিলাম, বল কিন্তু এখনও সুইং হচ্ছে।' অপরদিকে, আরেক অনুরাগী তাঁর কেরিয়ারে দাদা অজিতের গুরুত্বও জিজ্ঞেস করেন। জবাবে মাস্টার ব্লাস্টার লেখেন, 'আমার জীবনে ওর গুরুত্ব বোঝানোর জন্য কোনও শব্দই যথেষ্ট নয়।'
"Ab bhi ball thoda swing ho raha hai!" https://t.co/7V5WFbkmQx
— Sachin Tendulkar (@sachin_rt) April 21, 2023
No words are enough to describe his importance in my life! 🙏 https://t.co/qSfOseHxxO
— Sachin Tendulkar (@sachin_rt) April 21, 2023
নতুন ভূমিকায় পন্থ
ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর তিনি মাঠের বাইরে। বাইশ গজে ফেরার লড়াই চালাচ্ছেন। ক্রাচ নিয়ে হাঁটাহাঁটি শুরু করেছেন। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ম্যাচে মাঠেও দেখা যাচ্ছে।
এবার বড় ভূমিকায় দেখা যাবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। দেশের যুব সম্প্রদায়কে উৎসাহ দেবেন তিনি। আইপিএলের টিভি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস 'বিলিভ অ্যাম্বাসেডর' করেছে পন্থকে। এর আগে হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারদের সঙ্গেও চুক্তি করতে দেখা গিয়েছে স্টার স্পোর্টসকে। এবার সেই তালিকায় যুক্ত হল পন্থের নাম। বিরাট কোহলির সঙ্গেও চুক্তি রয়েছে স্টার স্পোর্টসের।
পন্থ বলেছেন, 'এই দায়িত্ব আমাকে যুব সম্প্রদায়ের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে তরুণদের মধ্যে। ক্রিকেটের ক্ষমতা রয়েছে আনন্দ বয়ে আনার ও জীবনকে সমৃদ্ধ করার। আমি রুরকির মতো ছোট শহর থেকে উঠে এসেছি। বিশ্বাস করতাম, দেশের প্রতিনিধিত্ব করব। দেশকে গর্বিত করব। সেই স্বপ্ন সফল হয়েছে। আমি বিশ্বাস করি স্বপ্ন দেখলে ও পরিশ্রম করলে যেখান থেকেই উঠে আসুন না কেন, সফল হবেনই।'
আরও পড়ুন: ভাগ্যের জোরেই জয়, কেকেআরকে হারালেও দিল্লির ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন ডিরেক্টর সৌরভ