Sachin Tendulkar: বিকট আওয়াজে অতিষ্ঠ প্রতিবেশী, সোশ্য়াল মিডিয়ায় সচিনকে ট্যুইট করে জানালেন অভিযোগ
Sachin Tendulkar Update: সেই সচিন তেন্ডুলকরের বিরুদ্ধেই এবার অভিযোগ আনলেন তাঁরই এক প্রতিবেশী। তাও আবার সোশ্যাল মিডিয়ায় সচিনকে ট্যাগ করেই জানালেন অভিযোগ।
মুম্বই: ক্রিকেট কেরিয়ারে বিতর্কে জড়াননি সেভাবে কখনও। মানুষ হিসেবেও গোটা ক্রিকেট বিশ্ব সমীহ করে তাঁকে। দেশের অন্যতম ক্রিকেট আইকনও তিনি। কিন্তু সেই সচিন তেন্ডুলকরের বিরুদ্ধেই এবার অভিযোগ আনলেন তাঁরই এক প্রতিবেশী। তাও আবার সোশ্যাল মিডিয়ায় সচিনকে ট্যাগ করেই জানালেন অভিযোগ। যা মুহূর্তের মধ্যে ভাইরালও হয়ে যায়।
কী অভিযোগ জানিয়েছেন সচিনের সেই প্রতিবেশী?
দিলীপ ডি'সুজা নামে পরিচিত একজন নিজের এক্স হ্যান্ডেলে সচিনকে ট্যাগ করে পোস্ট করে লিখেছেন, ''প্রিয় সচিন তেন্ডুলকর, রাত প্রায় ৯ টা বেজে গেছে এবং সারাদিন আপনার বান্দ্রার বাড়ির বাইরে যে সিমেন্ট মিক্সারটি বিকট শব্দ করছে তা এখনও সেখানে আছে, এখনও উচ্চ শব্দ করছে। অনুগ্রহ করে আপনি কি আপনার বাড়িতে কর্মরত লোকদের যুক্তিসঙ্গত সময় ধরে কাজ করতে বলবেন? তোমাকে অনেক ধন্যবাদ।''
অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে হয়ত সচিনের বাড়িতে কোনও কিছু কাজ হচ্ছে। যার জন্য আওয়াজ ও ক্রমাগত বিকট শব্দে অতিষ্ট হয়েছেন সেই প্রতিবেশী। মাস্টার ব্লাস্টারকে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করেছেন তিনি।
Dear @sachin_rt, it's nearly 9pm and the cement mixer that's been outside your Bandra home all day making a loud noise is still there, still making a loud noise.
— Dilip D'Souza (@DeathEndsFun) May 5, 2024
Please could you ask the people working on your home to stick to reasonable hours? Thank you so much.
এদিকে এই বিষয় নিয়ে সচিনের কোনও রি ট্যুইট অবশ্য দেখা যায়নি। এমনকী সেই ব্য়ক্তিও আর কোনও পোস্ট করেননি। তবে পোস্টের জন্য তাঁকে কটাক্ষ করা হয় সোশ্য়াল মিডিয়ায়। অনেকেই তাঁকে পাকিস্তানে চলে যেতে বলেন। আবার অনেকে বলেন যে পুলিশে জানাতে ও ইডিকে জানাতে।
সচিন তেন্ডুলকর এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে জড়িয়ে আছেন। দলের মেন্টর হিসেবে আইপিএলে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে চলতি আইপিএলে খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেনি মুম্বই শিবির। এখনও পর্যন্ত মাত্র চারটি জয় ছিনিয়ে নিতে পেরেছে তারা। এই পরিস্থিতিতে প্লে অফের রাস্তাও রীতিমত কঠিন হয়ে গিয়েছে।
আরও পড়ুন: প্লে অফের দৌড়ে থাকতে জিততেই হবে, আজ কখন, কোথায় দেখবেন সানরাইজার্স-লখনউ ম্য়াচ?