Sanju Samson: এশিয়া কাপে তাঁর একাদশে জায়গা পাওয়া অনিশ্চিত, তবে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে সঞ্জু স্যামসন
Kerala Cricket League: গত রবিবার ২৪ অগাস্ট স্যামসন ১২১ রানের ইনিংসে দলকে জেতান। গতচ ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ৮৯ রানের ইনিংস। আজ তিনি করলেন ৬২ রান।

কোচি: সাম্প্রতিক সময়ে ভারতের টি-টোয়েন্টি দলের হয়ে ওপেন করে বেশ নজরকাড়া পারফরম্যান্স করেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তবে তা সত্ত্বেও এশিয়া কাপে ভারতীয় দলে শুভমন গিলের প্রত্যাবর্তনের পর একাদশে তাঁর জায়গা পাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে স্যামসন কিন্তু দলে নিজের জায়গা বজায় রাখতে যা যা করণীয়, তেমনটা করছেন। তিনি নয়, এশিয়া কাপের আগে কথা বলছে তাঁর ব্যাট।
কেরল ক্রিকেট লিগের (Kerala Cricket League) গত ম্য়াচে এক বলে ১৩ রান হাঁকানোর পাশাপাশি দুরন্ত অর্ধশতরানে দলকে জিতিয়েছিলেন স্যামসন। ত্রিবন্দরম রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ফের একবার স্যামসনের ব্যাট থেকে এল দুরন্ত হাফসেঞ্চুরি। মাত্র ৩৭ বলে ১৬৭.৬ স্ট্রাইক রেটে চারটি চার ও পাঁচটি ছক্কার সুবাদে ৬২ রানের ইনিংস খেলেন স্যামসন। তাঁর ব্যাটে ভর করেই ফের এক ম্যাত জিতল কোচি ব্লু টাইগার্স।
এই নিয়ে নাগাড়ে তিন ম্যাচে অর্ধশতরানের গণ্ডি পার করলেন স্যামসন। গত রবিবার ২৪ অগাস্ট স্যামসন ১২১ রানের ইনিংসে দলকে জেতান। গতচ ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ৮৯ রানের ইনিংস। আজ তিনি করলেন ৬২ রান। ঘটনাক্রমে, এশিয়া কাপে স্যামসন তাঁর ওপেনিং স্পট হারাতে পারেন, এমন জল্পনা কল্পনার মাঝেই কেরল লিগেও স্যামসন কিন্তু ওপেনিং নয় বরং পরের দিকে ব্যাট নেমে রান করছেন। অনেকেই মনে করছেন এটা হয়তো এশিয়া কাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই করছেন তিনি।
View this post on Instagram
স্যামসনের অর্ধশতরানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে কোচি ব্লু টাইগার্স পাঁচ উইকেটের বিনিময়ে ১৯১ রান তুলেছিলেন। জবাবে সঞ্জীব সাথেরেশনের লড়াকু ৭০ রানের ইনিংস সত্ত্বেও ছয় উইকেটের বিনিময়ে ১৮২ রানেই থামে ত্রিবন্দরমের লড়াই থামে। নয় রানে ম্যাচ জিতে নেয় কোচি। এবার প্রশ্ন হল এহেন দুরন্ত পারফরম্যান্সের পরেও স্যামসন এশিয়া কাপে ভারতীয় একাদশে সুযোগ পাবেন কি না?
দল ঘোষণার পরেই প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন , 'শুভমন ও যশস্বী সেইসময় উপলব্ধ না থাকায় সঞ্জু খেলছিল। অভিষেকের বিষয়টাও তাই। তবে ও যা পারফর্ম করেছে, তাতে ওকে বাদ দেওয়া কঠিন। উপরন্তু, ও বলটাও তো করতে পারে।' আগরকরের এই মন্তব্যের পর তাই স্যামসনের একাদশে সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়েইছে।




















