WBBL 10: সুযোগ পেলেন না হরমনপ্রীত, বিগ ব্যাশে স্মৃতিসহ খেলবেন ভারতের ছয় মহিলা ক্রিকেটার
Women's Big Bash League: ড্রাফটের আগেই এবারের ডব্লুবিবিএলের জন্য স্মৃতি মান্ধানাকে প্রাক চুক্তিতে দলে সই করিয়ে নিয়েছিল অ্যাডিলেড স্টাইকার্স।
মেলবোর্ন: ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে মহিলাদের বিগ ব্যাশ লিগ (Women's Big Bash League)। সেই টুর্নামেন্টে ভারতীয় দলের ছয় তারকা ক্রিকেটারক খেলতে দেখা যাবে। তবে সেই ছয় তারকার মধ্যে নাম নেই ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের।
ডব্লুবিবিএলের দশ নম্বর মরশুমের জন্য স্মৃতি মান্ধানাকে (Smriti Mandhana) আগেভাগেই সই করিয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সরা। আজকে অনুষ্ঠিত ড্রাফটে আরও পাঁচ ভারতীয়কে ভিন্ন ভিন্ন দলে নির্বাচিত করা হয়। এই প্রথমবার বিগ ব্য়াশে খেলার সুযোগ পেলেন দয়ালন হেমলতা। তাঁকে পার্থ স্কর্চাসের হয়ে খেলতে দেখা যাবে। হেমলতার মতো ইয়াস্তিকা ভাটিয়াকেও প্রথমবার অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি খেলতে দেখা যাবে। তিনি মেলবোর্ন স্টার্সের হয়ে ডব্লুবিবিএলের মঞ্চ মাতাবেন। তবে ইয়াস্তিকা একা নন। তাঁর সঙ্গে একই দলে খেলতে দেখা যাবে ভারতের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মাকেও (Deepti Sharma)।
Welcome to the Strikers @mandhana_smriti!
— Adelaide Strikers (@StrikersBBL) August 26, 2024
The Indian superstar is joining us for #WBBL10! 🌟
Read more: https://t.co/aOZC8Lf6b1#ourcityourteam #smritimandhana pic.twitter.com/t9WdQJ4vU6
ওমেন ইন ব্লুর ফাস্ট বোলিং অলরাউন্ডাপ শিখা পাণ্ডেকে দলে নিয়েছে ব্রিসবন হিট। নিজের ফাস্ট বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে নেমে ব্যাট হাতে বড় বড় শট হাঁকাতেও বেশ পটু শিখা। ভারতের বিশ ওভারের বিশ্বকাপ দলে জায়গা পাননি শিখা। তাই তাঁকে গোটা মরশুমেই পাবে ব্রিসবেন। তবে জেমাইমা রডরিগেজকে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ। তাঁকে ব্রিসবেনের ফ্র্যাঞ্চাইজি দলে সই করালেও গোটা টুর্নামেন্টে তাঁকে পাওয়ার সম্ভবনা প্রায় নেই বললেই চলে।
🇮🇳 @JemiRodrigues is heading to Brisbane!@HeatBBL #WBBL10 #WBBL10Draft pic.twitter.com/5kAaajWndR
— Weber Women's Big Bash League (@WBBL) September 1, 2024
২৭ অক্টোবর স্মৃতিদের অ্যাডিলেডের বিরুদ্ধে জেমাইমা, শিখাদের ব্রিসবেনের ম্যাচ দিয়ে এবারের ডব্লুবিবিএল শুরু হবে। এতজন ভারতীয় তারকারা থাকায় ওমেন ইন ব্লুর সমর্থকরাও কিন্তু এই টুর্নামেন্টের দিক নজর রাখবেন। তবে ভারতীয় মহিলা দলের অধিনায়ক তথা ভারতীয় মহিলা দলের হয়ে সর্বকালের অন্যতম সর্বাধিক টি-টোয়েন্টি রানস্কোরার হরমনপ্রীতের সুযোগ না পাওয়ায় অনেকেই খানিকটা বিস্মিত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অবিশ্বাস্য ১৫০ রানের ইনিংস LSG তারকার, ছয় ছক্কা হাঁকালেন প্রিয়াংশ, DPL T20-তে উঠল ৩০০ রান