Sourav Ganguly: 'বিশেষ কিছু ঘোষণা করতে চলেছি...', জন্মদিনের আগেই অনুরাগীদের জন্য বার্তা সৌরভের
Sourav Ganguly Birthday: ৮ জুলাই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় ৫১-এ পা দেবেন।
নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিন। ৫১-এ পা দেবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ। নিজের জন্মদিনের আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের অনুরাগীদের জন্য একটি বিশেষ বার্তা দিলেন সৌরভ।
ভারতের কিংবদন্তি ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশে জানান যে তাঁর জন্মদিনের দিনই অনুরাগীদের ইচ্ছামতো বিশেষ কিছু হতে চলেছে। সৌরভের পোস্ট করা ছবিতে তাঁকে একটি ডায়েরিতে লিখতে দেখা যায়। সেখানে লেখা, 'লিডিং উইথ...'। সেই ছবির ক্যাপশনে সৌরভ লেখেন, 'আপনারা যেমনটা চাইছিলেন তেমনটাই হচ্ছে। ৮ জুলাই আমার জন্মদিনের দিন এক বিশেষ ঘোষণা হতে চলেছে। সঙ্গে থাকুন।'
You asked & its here! Announcing something special on my birthday, 8th July … stay tuned. pic.twitter.com/R4q3snsspk
— Sourav Ganguly (@SGanguly99) July 6, 2023
সামনেই বিশ্বকাপ। দেশের মাটিতেই এবারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। শেষবার ২০১১ সালে ভারতে যখন বিশ্বকাপের আসর বসেছিল। সেইসময় ভারতীয় দলই চ্যাম্পিয়ন হয়েছিল। ভারতীয় ক্রিকেটের অনুরাগীরা আশা করছেন এই বারও তেমনটাই হবে। অবশেষে এক দশকের আইসিসি ট্রফি জয়ের অপেক্ষার অবসান ঘটাবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয়। সেই লক্ষ্যে সৌরভ মনে করছেন ভারতীয় দলে একজন লেগস্পিনারের থাকাটা খুবই প্রয়োজনীয়। তিনি যুজবেন্দ্র চাহালের হয়ে সওয়ালও করেছেন।
তিনি বলেন, 'আমার মতে ভারতীয় ম্যানেজমেন্টকে এই বিশ্বকাপের জন্য একজন লেগ স্পিনারের প্রয়োজন। (রবীন্দ্র) জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন রয়েছে। অক্ষর পটেলও দলে রয়েছে, ও আমার মতে একজন অসাধারণ অলরাউন্ডার। (রবি) বিষ্ণোই, কুলদীপও (যাদব) রয়েছে। তবে কোনও না কোনও ভাবে চাহাল বড় টুর্নামেন্টগুলিতে সুযোগ পায় না। ২০ ওভারের ফর্ম্যাট হোক বা ৫০ ওভারের ফর্ম্য়াট, সীমিত ওভারের উভয় ফর্ম্যাটে ও ধারাবাহিকাবে পারফর্ম করে। ওর উপর নজর রাখাটা খুব জরুরি।'
২০১১ সালে পীযূষ চাওলার ভারতীয় দলে অবদানের কথা স্মরণ করিয়েই চাহালকে দলে রাখার এবং খেলানোর ডাক দিয়েছেন সৌরভ। 'অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললে লেগ স্পিনার কিন্তু দারুণ কার্যকরী হয়ে উঠে, পার্থক্য গড়ে দেয়। ২০১১ সালে দলে পীযূষ চাওলা ছিল। ও কিন্তু সেবার বেশ ভালই করেছিল।' বলেন প্রাক্তন অধিনায়ক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?