Sourav Ganguly: প্রিয় তারকার দর্শন পেতে বাঁকুড়া থেকে বেহালায়! কিশোর ভক্তের সঙ্গে দেখা করবেন সৌরভ
Indian Cricket Team: অদ্রীশের ইচ্ছা দ্রুত পূরণ হতে চলেছে। সৌরভের অফিস থেকে অদ্রীশের বাড়ির ঠিকানা, ফোন নম্বর জোগাড় করা হয়েছে। সৌরভ কলকাতায় ফিরলেই অদ্রীশের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।
কলকাতা: এ যেন সিনেমার চিত্রনাট্য পুরো।
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তার স্বপ্নের নায়ক। সৌরভের মতোই বড় হয়ে ক্রিকেটার হতে চায় সপ্তম শ্রেণির পড়ুয়া অদ্রীশ হালদার। তার আগে দেখা করতে চায় ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কিংবদন্তি অধিনায়কের সঙ্গে। কিন্তু বাড়ির কারও মত নেই। তাই রথযাত্রায় খরচ করার জন্য জমানো টাকা নিয়েই বাঁকুড়ার কোতুলপুর থেকে বেহালার বীরেন রায় রোডে পৌঁছে গিয়েছিল অদ্রীশ। এবং সেটাও বাড়ির কাউকে না জানিয়ে। বাড়ি থেকে পালিয়ে।
বেহালায় সৌরভের বাড়ির সামনে থেকে পুলিশ উদ্ধার করে অদ্রীশকে। খবর দেওয়া হয় তার বাড়িতে। অদ্রীশের বাবা কলকাতায় এসে ছেলেকে ফিরিয়ে নিয়ে গিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষকে।
গোটা ঘটনা শুনে হতবাক হয়ে গিয়েছেন সৌরভ। যিনি এই মুহূর্তে লন্ডনে পরিবারের সকলের ছুটি কাটাচ্ছেন। তাঁর জন্য এক কিশোর ভক্তের উন্মাদনা দেখে অভিভূত প্রবাদপ্রতিম ক্রিকেটার। তাঁর ঠোঁটের কোণে কি এক চিলতে হাসিও ফুটে ওঠেনি? ক্রিকেট থেকে অবসরের এতদিন পরেও তাঁর জনপ্রিয়তা উপলব্ধি করে!
তবে কিশোর ভক্তকে হতাশ করতে চান না সৌরভ। কলকাতায় ফিরেই অদ্রীশের সঙ্গে দেখা করতে চান তিনি। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সাহায্যও চেয়েছেন তিনি। যাতে তিনি দেশে ফেরার পরই অদ্রীশের সঙ্গে যোগাযোগ করে তাঁর সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করা যায়। সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য এবিপি আনন্দকে বলছিলেন, 'আমরা অদ্রীশ ও তার বাবার সঙ্গে কথা বলেছি। মহারাজদা (সৌরভের ডাকনাম) দেশে ফিরলেই ওদের ডেকে নেওয়া হবে।' যোগ করলেন, 'জ্যেঠিমা (সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়) ঘটনার কথা শুনেই আফশোস করেছেন। বলেছেন, জানলে উনিই অদ্রীশের খাওয়ার ব্যবস্থা করতেন।'
অদ্রীশ বাবা-মায়ের কাছে সৌরভের সঙ্গে দেখা করার বায়না জুড়েছিল। কিন্তু বাবা-মা বুঝে উঠতে পারেননি, কীভাবে তাঁরা সৌরভের সঙ্গে দেখা করতে পারেন। তাই ছেলের আব্দার এড়িয়ে যান।
তাঁরা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে, অদ্রীশ এত বড় পদক্ষেপ করে ফেলবে। বাড়িতে কিছু না জানিয়ে ট্রেনে, বাসে চেপে কোতুলপুর থেকে সটান হাজির হয়ে যাবে কলকাতায়।
সোমবার সৌরভের বীরেন রায় রোডের বাড়ির সামনে এক কিশোরকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। তারপর জানা যায়, সেইউ কিশোর নাম-ধাম। পুলিশই তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। খাবার খাওয়ায়। তারপর ফিরিয়ে দেয় পরিবারের কাছে।
তবে অদ্রীশের ইচ্ছা দ্রুত পূরণ হতে চলেছে। সৌরভের অফিস থেকে অদ্রীশের বাড়ির ঠিকানা, ফোন নম্বর জোগাড় করা হয়েছে। কথাও হয়ে গিয়েছে। সৌরভ কলকাতায় ফিরলেই অদ্রীশের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।
রোমাঞ্চে, উত্তেজনায় কিশোর অদ্রীশের রাতের ঘুম উড়ল বলে!
আরও পড়ুন: গোল করে নতুন রেকর্ড মেসির, কানাডাকে ২-০ উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্তিনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।