WTC Final 2025: ২ উইকেটে জয়, পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিনয়শিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা, চাপ বাড়ল ভারতের
SA vs PAK 1st Test: মহম্মদ আব্বাসের ৬ উইকেটেও এক সময় ৯৯ রানে আট উইকেট হারিয়ে ফেললেও, নবম উইকেটে ৫১ রানের পার্টনারশিপে জয় পেল দক্ষিণ আফ্রিকা
দুবাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তবে অবশেষে প্রথম দল হিসাবে খেতাবি লড়াইয়ে নিজেদের জায়গা পাকা করে নিল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে প্রথম টেস্টে (SA vs PAK 1st Test) দুই উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছল প্রোটিয়া দলl ভারতীয় দলের ফাইনালে পৌঁছনো ঘিরে সংশয় আরও বাড়ল।
প্রথম টেস্টে প্রোটিয়া দল পাকিস্তানকে দুই উইকেটে পরাজিত করল। তবে এক সময় মহম্মদ আব্বাস (Mohammad Abbas) অনবদ্য বোলিংয়ে পাকিস্তান কিন্তু জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক হয়ে উঠলেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। জয়ের জন্য ১৪৮ রান তাড়া করতে নেমে একসময় ৯৯ রানে আট উইকেট হারিয়ে ফেলেছিল প্রোটিয়া দল। সেই সময়ই ব্যাট হাতে ২৬ বলে বিধ্বংসী ৩১ রানের ইনিংস খেলে রাবাডা দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ তো জেতালেনই, পাশাপাশি পরের বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তাঁদের জায়গা পাকা করে দিলেন।
𝙁𝙄𝙍𝙎𝙏 𝙁𝙄𝙉𝘼𝙇𝙄𝙎𝙏 𝘾𝙊𝙉𝙁𝙄𝙍𝙈𝙀𝘿 🇿🇦
— ICC (@ICC) December 29, 2024
South Africa are headed to Lord's for the #WTC25 Final 🤩 #SAvPAK ➡ https://t.co/vWLh4MSQjm pic.twitter.com/sZ5QBnDAYD
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: একের পর এক ক্যাচ মিস জয়সওয়ালের, মাঠেই ক্ষোভে ফেঁটে পড়লেন অধিনায়ক রোহিত