ODI World Cup 2023: ফের শ্রীলঙ্কান শিবিরে চোটের ধাক্কা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা ফাস্ট বোলার
Lahiru Kumara: ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার গত ম্যাচেই তিন উইকেট নিয়েছিলেন লাহিরু কুমারা।
পুণে: শ্রীলঙ্কার দল (Sri Lanka Cricket Team) যেন চোট আঘাতের কবল থেকে কোনওভাবেই মুক্তি পাচ্ছে না। টুর্নামেন্ট চলাকালীন এর আগে দলের অধিনায়ক দাসুন শনাকা, তারকা বোলার মাথিশা পাথিরানা ছিটকে গিয়েছিল। এবার আফগানিস্তান ম্যাচের আগে ফের এক ধাক্কা খেল শ্রীলঙ্কা। দলের তারকা ফাস্ট বোলার লাহিরু কুমারা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন।
কুমারার বদলে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে সুযোগ পেলেন দুষ্মন্ত চামিরা। চামিকা করুণারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ়ের পর তৃতীয় শ্রীলঙ্কান ক্রিকেটার হিসাবে প্রাথমিক দলে না থাকলেও সুযোগ পেলেন চামিরা। তারকা ফাস্ট বোলারের চোটের সমস্যা থাকায় তাঁকে শ্রীলঙ্কান নির্বাচকরা মূল দলে রাখেনি। এবার অবশ্য কুমারার চোটে তিনি সুযোগ পেয়ে গেলেন।
🚨 Chameera approved as replacement for Kumara in Sri Lanka squad 🚨
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 29, 2023
The Event Technical Committee of the ICC Men’s Cricket World Cup 2023 has approved Dushmantha Chameera as a replacement for Lahiru Kumara in the Sri Lanka squad.
Chameera, who has played 44 ODIs, was named as… pic.twitter.com/XFwzKDCwX8
শ্রীলঙ্কান দলের প্রথম সারির ফাস্ট বোলার চামিরা বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্ব শুরু হওয়ার আগেই পেশির চোট পান। সেই চোট সারিয়ে উঠতে না উঠতেই অগস্টে লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচে ফের চোটের কবলে পড়েন তিনি। ফলে তাঁকে বিশ্বকাপের প্রাথমিক দলে রাখার ঝুঁকি নেননি নির্বাচকরা।
তবে কুমারা চোট পাওয়া তিনি দলে এলেন। কুমারার চোট পাওয়াটা কিন্তু শ্রীলঙ্কান দলের কাছে নিঃসন্দেহে এক বড় ধাক্কা। গত ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে মেজাজে আট উইকেটে জয় ছিনিয়ে নেয় কুশল মেন্ডিসের নেতৃত্বধীন লঙ্কান দল। সেই ম্যাচে বল হাতে আগুনে বোলিং পারফরম্যান্সে ইংল্যান্ড ব্যাটিংকে বিধ্বস্ত করেন কুমারা। তিনি জস বাটলার, লিয়াম লিভিংস্টোন এবং বেন স্টোকসের মহামূল্যবান তিনটি উইকেট নেন। এরপরে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য মরণ-বাঁচন ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কান দল নিঃসন্দেহে ইনফর্ম কুমারাকে দলে চাইত। তবে তিনি না থাকায় লঙ্কান দল যে খানিকটা দুর্বল হল, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: নিরাপত্তার বজ্র আঁটুনি, হোটেল থেকে বেরতেই পারলেন না বাবররা, জিম-স্যুইমিং পুলে কাটল দিন