Pakistan Team In Kolkata: ইডেনে প্র্যাক্টিসের সূচি বাতিল বাবরদের, রবিবাসরীয় কলকাতায় ঘুরলেন পাক ক্রিকেটারেরা
Pakistan Cricket Team: ৬ ম্যাচে মাত্র ২ জয়। টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে কোণঠাসা বাবর আজ়মরা (Babar Azam)। শেষ চারের আশা খাতায়-কলমে হয়তো এখনও বেঁচে। কিন্তু জটিল অঙ্কের জাঁতাকলে পাকিস্তান।
আবির দত্ত ও সন্দীপ সরকার, কলকাতা: কলকাতায় এসে প্রথম দিন হোটেলবন্দি রেখেছিলেন নিজেদের। তবে রবিবার কলকাতায় ঘুরলেন পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার। তাতে যদি মানসিকভাবে চাঙ্গা থাকা যায়।
৬ ম্যাচে মাত্র ২ জয়। টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে কোণঠাসা বাবর আজ়মরা (Babar Azam)। শেষ চারের আশা খাতায়-কলমে হয়তো এখনও বেঁচে। কিন্তু জটিল অঙ্কের জাঁতাকলে পাকিস্তান। (ODI World Cup) সেমিফাইনালে দৌড়ে ভেসে থাকার প্রথম শর্তই হল, নিজেদের বাকি তিন ম্যাচ বড় ব্যবধানে জেতা। যার মধ্যে দু'ম্যাচ আবার ইডেন গার্ডেন্সে। কলকাতার বুকে অক্সিজ়েনের খোঁজে বাবর-শাহিন শাহ আফ্রিদিরা। মঙ্গলবার তাঁদের সামনে বাংলাদেশ। ডাচ হানায় যাদের শেষ চারের স্বপ্ন গুঁড়িয়ে গিয়েছে। শাকিব আল হাসানদের বিরুদ্ধে জিতলে অন্তত ভেন্টিলেশন থেকে বেরনোর আশা সঞ্চারিত হবে পাক শিবিরে।
আর সেই ম্যাচের আগে শহরে পৌঁছে শনিবার সন্ধ্যায় হোটেলেই কাটিয়েছিলেন পাক ক্রিকেটারেরা (Pakistan Cricket Team)। রবিবার সন্ধ্যার দিকে অবশ্য কলকাতায় ঘুরতে ও খাওয়াদাওয়া করতে বেরিয়েছিলেন কয়েকজন ক্রিকেটার। নিরাপত্তার কড়াকড়ির জন্য অবশ্য পুলিশ থেকে স্পষ্টভাবে বলা হয়নি, কে বা কারা কোথায় গিয়েছিলেন।
শনিবার বিকেলে কলকাতায় পৌঁছেছেন বাবররা। পাক শিবির থেকে জানানো হয়েছিল, রবিবার দুপুরে ইডেন গার্ডেন্সে প্র্যাক্টিস করবেন দলের ৪-৫ জন ক্রিকেটার। পরে অবশ্য সেই পরিকল্পনা বাতিল করা হয়। শহরে পাক ক্রিকেটারদের দেখাশোনার তত্ত্বাবধান করার দায়িত্ব পেয়েছেন সিএবি প্রতিনিধি মঈনুদ্দিন বিন মকসুদ। পাক ক্রিকেটারেরা রয়েছেন বাইপাসের ধারে এক বিলাসবহুল হোটেলে। জানা গেল, রবিবার বেশ কয়েকজন পাক ক্রিকেটার সন্ধ্যার পর হোটেল থেকে বেরোন। বাংলাদেশ ম্যাচের আগে মানসিকভাবে চাঙ্গা থাকতে চেয়েছিলেন ক্রিকেটারেরা। শোনা গেল, কয়েকজন সাপোর্ট স্টাফ বিকেলে ইডেনে গিয়েছিলেন। রবিবার সকালে টিমহোটেলে জিমে ও স্যুইমিং পুলে সময় কাটান পাক ক্রিকেটারেরা। ট্রেনারের তত্ত্বাবধানে চলে রিকভারি সেশন ও শরীরচর্চা।
এমনিতেই বাবরের এটাই প্রথম ভারত সফর। কলকাতায় এর আগে কখনও আসেননি তিনি। বাংলাদেশ ম্যাচের আগে দলকে উদ্বুদ্ধ করার জন্য লাহৌর থেকে দিল্লি হয়ে কলকাতায় আসছেন বাবরের কিছু পরিচিত। শোনা গেল, রবিবার সন্ধ্যায় বাইরে খেতে গিয়েছিলেন কয়েকজন ক্রিকেটার। হো
তবে সোমবার, সপ্তাহের প্রথম দিন প্রস্তুতিতে নেমে পড়ছেন পাক ক্রিকেটারেরা। এদিন দুপুরে ইডেন গার্ডেন্সে প্র্যাক্টিস করবেন বাবর, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ রিজ়ওয়ান, ইফতিকার আমেদ-সহ গোটা দল। সন্ধ্যায় প্র্যাক্টিস করবে বাংলাদেশ। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও শেষ বেলায় ছাপ ফেলতে চাইবেন শাকিব আল হাসানরাও।
পাক স্বপ্নের পুনর্বাসন কি ইডেন গার্ডেন্স থেকেই শুরু হবে?
আরও পড়ুন: ইডেনে কমলা ঝড়, বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়ে মন জিতল নেদারল্যান্ডস
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন