Steve Smith: সেমিতে হারের ধাক্কা! ওয়ান ডে ফর্ম্য়াট থেকে আচমকা অবসর স্মিথের
Steve Smith Retirement: ৩৫ বছরের অভিজ্ঞ অজি ব্যাটার দেশের জার্সিতে ১৭০টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। মোট ৫৮০০ রান করেছেন ৪২.৩৮ গড়ে। এছাড়াও স্ট্রাইক রেট ছি ৮৬.৯৬।

সিডনি: আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিলেন স্টিভ স্মিথ। চ্য়াম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে হারের পরই এই সিদ্ধান্ত নিলেন ডানহাতি বিশ্বকাপজয়ী অজি ব্যাটার। প্যাট কামিন্সের পরিবর্তে এই টুর্নামেন্টে ওয়ান ডে ফর্ম্য়াটে দেশের জার্সিতে নেতৃত্বভার সামলাচ্ছিলেন। গোটা টুর্নামেন্টে অস্ট্রেলিয়া একটিও ম্য়াচ না হেরেই সেমিতে প্রবেশ করেছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয় অজিদের। ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে কিছু না জানালেও পরের দিনই ৫০ ওভারের ফর্ম্য়াটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন। মঙ্গলবার সেমিফাইনালে ৭৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন স্মিথ। যদিও তা কোনও কাজে আসেনি।
৩৫ বছরের অভিজ্ঞ অজি ব্যাটার দেশের জার্সিতে ১৭০টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। মোট ৫৮০০ রান করেছেন ৪২.৩৮ গড়ে। এছাড়াও স্ট্রাইক রেট ছি ৮৬.৯৬। এই ফর্ম্য়াটে অস্ট্রেলিয়ার জার্সিতে ১২তম সর্বাধিক রান সংগ্রাহক স্মিথ। নিজের ওয়ান ডে কেরিয়ারে ১২টি শতরান ও ৩৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন স্মিথ। সূত্রের খবর, মঙ্গলবার হারের পরই সতীর্থদের স্মিথ জানিয়ে দিয়েছেন যে, ওয়ান ডে ফর্ম্য়াট থেকে সরে দাঁড়ালেও টেস্ট ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে খেলা চালিয়ে যাবেন তিনি।
২০১৫ ওয়ান ডে বিশ্বকাপে মাইকেল ক্লার্কের নেতৃত্ব চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সেই দলের সদস্য ছিলেন স্মিথ। সেই বছরই দলের অধিনায়কও নির্বাচিত হন। নিজের শেষ ওয়ান ডে ম্য়াচেও নেতৃত্বভার সামলালেন প্যাট কামিন্স না থাকায়। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপজয়ী অজি দলেরও সদস্য ছিলেন স্মিথ। ২০১৫ ও ২০২১ সালে পুরুষদের ক্রিকেটে সেরা ওয়ান ডে প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন স্মিথ। ২০১৫ সালের আইসিসি নির্বাচিত সেরা ওয়ান ডে দলের সদস্যও ছিলেন।
বিদায়বেলায় স্মিথ জানিয়েছেন, ''সফরটা দুর্দান্ত ছিল। অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। দুটো বিশ্বকাপ জেতা আমার ওয়ান ডে কেরিয়ারের সোনালী অধ্যায়। অনেক দুর্দান্ত সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে সময় কাটানোর সুযোগ পেয়েছে। যার জন্য আমি কৃতজ্ঞ। আমার মনে হয় এটাই সেরা সময় সরে দাঁড়ানোর। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের জন্য নতুন করে দল সাজাতে হবে।''
তারকা অজি ব্যাটার আরও বলেন, ''টেস্ট ক্রিকেট আমার কাছে বরাবর প্রাধান্য পেয়েছে। আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য মুখিয়ে রয়েছি। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। সেখানেও নিজের দেওয়ার মত অনেক কিছু রয়েছে।''




















