Steve Smith: শামির ফুলটস বলে বোল্ড হয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে, হতাশায় কী করেছিলেন স্মিথ?
WTC Final 2025: লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া ব্যাটিং লাইন আপের প্রধান স্তম্ভ স্মিথ। লর্ডসে তাঁর রেকর্ডও বেশ ঈর্ষণীয়। এখনও পর্যন্ত ৫৮.৩৩ দড়ে ৫২৫ রান করেছেন।

সিডনি: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2025) মাঠে নামার জন্য প্রস্তুতি সারছেন এই মুহূর্তে স্টিভ স্মিথ (Steve Smith)। আইপিএলে কোনও দল তাঁকে নেয়নি। ফলে অনেক আগে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে মগ্ন রয়েছেন তারকা ডানহাতি অজি ব্যাটার। কিছুদিন আগেই ওয়ান ডে ফর্ম্য়াট থেকে অবসর ঘোষণা করেছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে (ICC Champions Trophy Semifinal) ভারতের বিরুদ্ধে ম্য়াচই স্মিথের কেরিয়ারের শেষ ওয়ান ডে ম্য়াচ। সেই সিরিজে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অধিনায়কও ছিলেন স্মিথ। কিন্তু সেই ম্য়াচে মহম্মদ শামির (Mohammed Shami) ফুলটস বলে বোল্ড হয়েই নাকি হতাশা গ্রাস করেছিল স্মিথকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ৯৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন স্মিথ। প্রাক্তন অজি অধিনায়ক বলছেন, তিনি নাকি তিন মাস ব্য়াটই ধরেননি। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে স্মিথ বলছেন, ''আমার ধরে সাধারণত ব্য়াট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমি হঠাৎ করে কোনও একটি ব্যাট তুলে শ্যাডো করার চেষ্টা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কিছুদিনের জন্য ক্রিকেট থেকে পুরোপুরি দূরে থাকার।''
শামি আরো বলছেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মহম্মদ শামির ফুলটস বলে বোল্ড হয়ে গিয়েছিলাম। আমি আশা করেছিলাম যে হয়ত ভাল পারফর্ম করতে পারছি। কিন্তু সেদিন ফুলটস বলে এভাবে আউট হয়ে যাব ভাবতেই পারিনি। এরপর থেকে আমি কোনও প্রতিযোগিতামূলক ম্য়াচও খেলেনি। ব্যাট হাতেও তুলিনি। নেট সেশনও করিনি। তবে এখন আমি মানসিকভাবে অনেক তরতাজা। এখন ফের আমি নিজের সেরাটা দিতে তৈরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।"
লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া ব্যাটিং লাইন আপের প্রধান স্তম্ভ স্মিথ। লর্ডসে তাঁর রেকর্ডও বেশ ঈর্ষণীয়। এখনও পর্যন্ত ৫৮.৩৩ দড়ে ৫২৫ রান করেছেন। দুটো সেঞ্চুরি ও দুটা অর্ধশতরান রয়েছে ঝুলিতে। কোনও একটি নির্দিষ্ট ভেন্য়ুতে সবচেয়ে বেশি টেস্ট রান করার নিরিখে অজি ব্য়াটারদের মধ্য়ে সবার ওপরে আছেন ডন ব্র্যাডম্য়ান। তিনি ৫৫১ রান করেছেন লর্ডসে। ওয়ারেন বার্ডসলে ৫৫১ রান করেছেন। দুজনকেই টেক্কা দেওয়ার সুযোগ রয়েছে স্মিথের সামনে।
টেস্ট স্মিথের যেমন দুর্দান্ত কেরিয়ার গ্রাফ, তেমনটা কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নয়। এখনও পর্যন্ত প্রোটিয়াদের বিরুদ্ধে ১৪ টেস্ট খেলে মোট ৮৫৪ রান করেছেন। ৪৪.৯৪ গড়ে ব্যাটিং করেছেন তিনি। দুটো সেঞ্চুরি ও দুটো অর্ধশতরান রয়েছে ঝুলিতে।




















