Syed Mushtaq Ali T20: ভারতীয় দলে ফেরার লড়াইয়ে থাকতে মরিয়া, কেরিয়ারে আরও এক বড় সিদ্ধান্ত শামির
Mohammed Shami: শামিও ছাড়ার পাত্র নন। তিনি এবার ঘরোয়া টি-২০ টুর্নামেন্টেও খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

কলকাতা: জাতীয় দলে তিনি ব্রাত্য। বারবার পারফর্ম করেও নির্বাচকদের মন ভেজাতে পারেননি। রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে। চলতি রঞ্জি ট্রফিতে ৫টি ম্যাচ খেলেছে বাংলা। যার মধ্যে মহম্মদ শামি (Mohammed Shami) খেলেছেন ৪ ম্যাচ। ঝুলিতে রয়েছে ২০ উইকেট। তবু ভারতীয় দলে ফেরার দরজা খোলেনি শামির সামনে।
শামিও ছাড়ার পাত্র নন। তিনি এবার ঘরোয়া টি-২০ টুর্নামেন্টেও খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ। তার আগে টি-২০ ফর্ম্যাটে ভাল কিছু করতে মুখিয়ে রয়েছেন ডানহাতি ফাস্টবোলার।
জাতীয় দলের জার্সিতে তিনি শেষ যে টি-২০ ম্যাচ খেলেছিলেন, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেই ম্য়াচে বল হাতে ইংল্যান্ডের ব্যাটিং ছারখার করে দিয়েছিলেন। তিন উইকেট নিয়ে তিনিই ছিলেন ভারতের সেরা বোলার। টিম ইন্ডিয়া সেই ম্যাচে দেড়শো রানে হারিয়েছিল ইংরেজদের।
সেই মহম্মদ শামি ফের ভারতের হয়ে টি-২০ ক্রিকেট খেলতে মরিয়া। সামনের বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় নির্বাচকদের বার্তা দিতে ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলিতে খেলার সিদ্ধান্ত নিলেন ডানহাতি ফাস্টবোলার।
আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের জন্য বাংলার দল ঘোষণা করা হল শুক্রবার। রঞ্জি ট্রফিতে অপরাজেয় থেকে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলা। এবার নজরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে বাংলা রয়েছে এলিট গ্রুপ সি-তে। বাংলার ম্যাচগুলি হবে হায়দরাবাদে। শুক্রবার এই টি-২০ টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের বাংলা দল বেছে নেওয়া হল। নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। মহম্মদ শামিও রয়েছেন দলে। সঙ্গে রাখা হয়েছে আকাশ দীপ, অভিষেক পোড়েল, শাহবাজ আমেদদেরও। সব মিলিয়ে এই টুর্নামেন্টে শক্তিশালী দল তৈরি করল বাংলা।
২৬ নভেম্বর বঢোদরা (বিকেল সাড়ে ৪টা) ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু বাংলার। এরপর বাংলা খেলবে গুজরাত (২৮ নভেম্বর, বিকেল সাড়ে ৪টে), পঞ্জাব (৩০ নভেম্বর, সকাল ৯টা), হিমাচল প্রদেশ (২ ডিসেম্বর, বেলা দেড়টা), সার্ভিসেস (৪ ডিসেম্বর, সকাল ১১টা), পুদুচেরি (৬ ডিসেম্বর, সকাল ৯টা) ও হরিয়ানার (৮ ডিসেম্বর, সকাল ১১টা) বিরুদ্ধে।
বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গাঁধী (উইকেটকিপার), যুবরাজ কেশোয়ানি, প্রিয়াংশু শ্রীবাস্তব, শাহবাজ আমেদ, প্রদীপ্ত প্রামাণিক, ঋত্বিক চট্টোপাধ্যায়, করণ লাল, সক্ষম চৌধুরী, মহম্মদ শামি, আকাশ দীপ, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ, যুধাজিৎ গুহ ও শ্রেয়ান চক্রবর্তী।




















