Syed Mushtaq Ali Trophy 2024: ব্যাট হাতে ঝড় তুললেন করণ, উইকেট পেলেন শামিও, সৈয়দ মুস্তাক আলিতে বিহারকে হেলায় হারাল বাংলা
SMAT 2024: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৩৬ বল ও নয় উইকেট বাকি রেখেই বিহারকে পরাজিত করে সুদীপ কুমার ঘরামির বাংলা ক্রিকেট দল।
রাজকোট: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy 2024) বাংলার দাপট অব্যাহত। প্রথম তিন ম্যাচ জয়ের পর মধ্যপ্রদেশের বিরুদ্ধে হারতে হয়েছিল বাংলাকে। তবে সাময়িক ধাক্কা কাটিয়ে উঠে আগেই জয় পেয়েছিলেন সুদীপ কুমার ঘরামিরা। এবার বিহারকেও কার্যত দুরমুশ করল বাংলা। সৌজন্যে করণ লাল (Karan Lal)।
মঙ্গলবার, বিহারের বাংলার বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলেছিল। বিহারের ওপেনার এস গনি ৫৬ বলে সর্বাধিক ৭৯ রানের ইনিংস খেলেন। তবে তা ছাড়া বলার মতো রান পাননি কেউই। বিহারের মিডল অর্ডার বড় রান করতে সম্পূর্ণ ব্যর্থ। বাংলার হয়ে সায়ন ঘোষ সর্বাধিক দুইটি উইকেট নেন। গত ম্যাচে তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি খেলেননি। তবে কৃপণ বোলিং করেছিলেন তিনি। এদিনও চার ওভারে মাত্র ১৮ রান খরচ করেন তিনি। তবে আজ একটি সাফল্যও পেয়েছেন শামি। একটি করে উইকেট নেন প্রয়াস রায় বর্মন ও শাহবাজ আমেদ।
জবাবে গত ম্য়াচের সেরা ক্রিকেটার হওয়া অভিষেক পোড়েল এদিন চলেননি। ১০ বলের ইনিংসে চারটি চারসহ ১৯ রান করেই তাঁকে সাজঘরে ফিরতে হয়। তবে অধিনায়ক সুদীপ ঘরামির সঙ্গে জুটি বেঁধে দলকে জয় এনে দেন করণ লাল। তাঁর ব্যাট থেকে আসে অপরাজিত ৯৪ রানের ইনিংস। মাত্র ১৪ ওভারে এক উইকেট হারিয়ে ১৫০ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলা দল। অধিনায়ক সুদীপ কুমার ঘরামি ২৭ বলে পরিপক্ক ৩২ রানের ইনিংসে বাংলাকে জিতিয়েই মাঠ ছাড়েন। এই নিয়ে ছয় ম্যাচে পাঁচটি জয় পেল বাংলা।
সৈয়দ মুস্তাক আলিরই অন্য আরেক ম্যাচে তৈরি হল ইতিহাস। ত্রিপুরার বিরুদ্ধে মাত্র ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন উর্ভিল। ভারতীয় হিসাবে টি-টোয়েন্টিতে এটাই দ্রুততম শতরান। আজ সৈয়দ মুস্তাক আলিতে চলতি মরশুমের পঞ্চম ম্যাচে ফের একবার সেঞ্চুরি হাঁকালেন তিনি। এদিন উত্তরাখণ্ডের বিরুদ্ধে আরেকটু বেশি সময় নিলেন তিনি। আরও স্পষ্টভাবে বললে, আট বল বেশি নিলেন তিনি। ৩৬ বলে এল তাঁর সেঞ্চুরি। ৪১ বলে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেন গুজরাতের কিপার-ব্যাটার। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই গুজরাত খুব সহজেই ১৮৩ রান তাড়া করতে নেমে আট উইকেট ও ৪১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।
এই দিনের সেঞ্চুরির সুবাদেই আরও একটি ইতিহাস গড়লেন উর্ভিল। তিনিই বর্তমানে একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে ৪০-র কম বলে একাধিকবার সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব গড়ে ফেললেন।
আরও পড়ুন: অ্যাডিলেডে ওপেনিংয়ে ফের রাহুল-যশস্বী! অজ়িভূমে মিডল অর্ডারে ব্যাট করা রোহিত শর্মার রেকর্ড কেমন?