T20 WC 2023: স্বপ্ন দেখাচ্ছেন রিচা, সেমিফাইনালে হারের পরেই ঘুরে দাঁড়ানোর হুঙ্কার জেমাইমার
Jemimah Rodrigues: ভারতীয় দল ২৮ রানে তিন উইকেট হারিয়ে ফেলার পর জেমাইমা ও হরমনপ্রীত কৌরের ৪১ বলে ৬৯ রানের পার্টনারশিপ ভারতীয় দলকে এক সময়ে ম্যাচে বেশ সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিল।
কেপ টাউন: আবারও বিশ্বকাপের নক আউটে স্বপ্নভঙ্গ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে শেষ পর্যন্ত লড়াই করেও পাঁচ উইকেটে হেরে টি-টোয়েন্টি (T20 WC 2023) বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। তবে হারের পরেও আশাহত হননি ভারতের তারকা ব্যাটার জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues)। বরং বছর কয়কের মধ্যেই এই ভারতীয় দল অজিদের কড়া চ্যালেঞ্জ জানাবে বলে হুঙ্কার ভারতীয় তারকার।
স্বপ্ন দেখাচ্ছেন রিচা
জেমাইমার মতে রিচার ঘোষের মতো তরুণীদের উত্থানই এই বিশ্বকাপ থেকে ভারতের সবথেকে বড় পাওনা। ম্যাচ শেষে জেমাইমার বলেন, 'আমার মনে হয় রিচার মতো তরুণ ক্রিকেটারদের উত্থানই সবথেকে বড় ইতিবাচক দিক। এই ভারতীয় দলে একটি ফিনিশারের প্রয়োজন আছে এবং আমরা মতে ও সেই জায়গাটা দখল করতে পারবে। এই দলের মধ্যে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। আমাদের দলের গড় বয়স কিন্তু ২৪ বছরের আশেপাশে। তাই আমার মনে হয় আর কয়েক বছরের মধ্যেই আমরা অস্ট্রেলিয়ান দলকে কড়া চ্যালেঞ্জ জানাব।'
ম্যাচ হাতছাড়া
ভারতীয় দল ২৮ রানে তিন উইকেট হারিয়ে ফেলার পর জেমাইমা ও হরমনপ্রীত কৌরের ৪১ বলে ৬৯ রানের পার্টনারশিপ ভারতীয় দলকে এক সময়ে ম্যাচে বেশ সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিল। জেমাইমা ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। ব়্যাম্প শট খেলতে গিয়ে জেমাইমা আউট হন। হরমনপ্রীতও গুরুত্বপূর্ণ সময়ে রান আউট হন। জেমাইমা মেনে নিচ্ছেন গুরুত্বপূর্ণ সময়গুলিতে পরপর ব্যর্থ হওয়াতেই দলকে ম্যাচ হেরে খেসারত দিতে হয়।
'আমরা তো বেশ ভালই খেলছিলাম। আমাদের দখলেই ম্যাচটা ছিল। প্রতিটি ধাপেই ওদের থেকে আমরা এগিয়ে ছিলাম। কেবল শেষ ধাপে এসেই সবটা গোলমাল হয়ে গেল। এই হারটা মেনে নেওয়া আমাদের জন্য ভীষণই কঠিন। হরমনের আউটটা খুবই দুর্ভাগ্যজনক, আমি বুঝে উঠতে পারছি না ঠিক কী বলব। আমরা শটটা একটু এদিক ওদিক হলেই কিপারের ওপর দিয়ে বেরিয়ে যেত। ওই বলে ওই শটটা তো মার যেতই এবং চারও হত।' দাবি জেমাইমার।
অজিদের নজির
টানা সপ্তমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে অস্ট্রেলিয়া গড়ে ফেলল এল অনবদ্য রেকর্ড। ২০০৯ সালে শুরু হয়েছিল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ডে হওয়া সেই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। কিউয়িদের ৬ উইকেটে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছিল ইংল্যান্ড। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড।
কিন্তু পরের সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধুমাত্র অস্ট্রেলিয়ার দাপট। টানা সাতবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার কেপ টাউনে সেমিফাইনালে ভারত যথেষ্ট বেগ দিয়েছে গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রান আগে থেমে যেতে হয় টিম ইন্ডিয়াকে। সেই সঙ্গে নিশ্চিত হয়ে যায় যে, ট্রফি ধরে রাখার সুযোগ পাবে অস্ট্রেলিয়া। ফাইনালে এবার ট্রফি জয়ের যুদ্ধে নামবেন অজিরা।
আরও পড়ুন: সেমিফাইনাল, ৭ নম্বর জার্সি, অধিনায়কের রান আউট, হরমনপ্রীত মনে পড়ালেন ধোনিকে