Harmanpreet Kaur Run-Out: সেমিফাইনাল, ৭ নম্বর জার্সি, অধিনায়কের রান আউট, হরমনপ্রীত মনে পড়ালেন ধোনিকে
Harmanpreet and Dhoni: হরমনপ্রীতের রান আউটের সঙ্গে অনেকে তুলনা করছেন মহেন্দ্র সিংহ ধোনির একটি রান আউটের।
কেপ টাউন: ম্যাচে তখন জাঁকিয়ে বসেছে ভারত। ৩২ বলে জয়ের জন্য চাই আর মাত্র ৪০ রান। হাতে ৬ উইকেট। সবচেয়ে বড় কথা, দুরন্ত ছন্দে ব্যাট করছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। সমর্থকেরা মোটামুটি ধরেই নিয়েছিলেন, অবশেষে অস্ট্রেলিয়ার ফাঁড়া কাটতে চলেছে ভারতের। আর সেখানেই ম্যাচের উলটপুরাণ।
একটা রান আউটে বদলে গেল ম্যাচের রং। রান আউট হয়ে গেলেন হরমনপ্রীত। সেখান থেকে ম্যাচের মোড় ঘুরে গেল। শেষ পর্যন্ত মাত্র ৫ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত।
হরমনপ্রীতের রান আউটের সঙ্গে অনেকে তুলনা করছেন মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) একটি রান আউটের। ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপ। সেটাও ছিল সেমিফাইনাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ম্য়াচে রান আউট হয়ে গিয়েছিলেন মাহি। সেই উইকেটই নিশ্চিত করে দিয়েছিল যে, ভারতের আর পরের পর্বে যাওয়া হচ্ছে না। শেষ পর্যন্ত তাই হয়। ধোনি ফিরতেই ভারতের বিদায়ঘণ্টা বেজে যায়। ঠিক যেভাবে বৃহস্পতিবার হরমনপ্রীত ফিরতেই ভারতের আশার প্রদীপ নিভল।
সবচেয়ে বড় কথা, হরমনপ্রীতও ধোনির মতোই সাত নম্বর জার্সি পরে খেলেন। কেপ টাউনে হরমনপ্রীত রান আউট হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল, সাত নম্বর জার্সি আর অধিনায়কের রান আউট বিশ্বকাপে ভারতের দুঃস্বপ্ন-সম। মিম ছড়িয়ে পড়ল নেটিজেনদের মধ্যে।
Jersey No.7 saving team from collapse and getting runout in Semifinal 💔#MSDhoni | #HarmanpreetKaur pic.twitter.com/g4P8Dl1ijW
— Div🦁 (@div_yumm) February 23, 2023
ব্যর্থ লড়াই
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের লড়াইটা সহজ ছিল না। হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শুরু থেকে চাপে থাকার কথা ছিল। টিম ইন্ডিয়ার সেই চাপ বাড়িয়ে দেন বেথ মুনি ও মেগ ল্যানিং। দুই অজি তারকার ঝোড়ো ব্যাটিং ভারতীয় বোলিংকে ছারখার করে দিয়েছিল। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ১৭২/৪।
তবু পাল্টা লড়াই করে ভারত। ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র ২৮ রানে ৩ উইকেট চলে যায়। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন জেমাইমা রড্রিগেজ ও হরমনপ্রীত কৌর। ২৪ বলে ৪৩ রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন জেমাইমা। তবে হাল ছাড়েননি হরমনপ্রীত। ৩২ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন হরমনপ্রীত।
তবে ৩২ বলে যখন ৪০ রান বাকি, তখন রান আউট হয়ে যান হরমনপ্রীত। তারপরই ফিরে যান রিচা ঘোষও (১৭ বলে ১৪ রান)। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৭/৮ স্কোরে আটকে গেল ভারত। অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে স্বপ্নভঙ্গ ভারতের।