IND vs AUS: বিশ্বকাপে চাপে পড়লেই অস্ট্রেলিয়া ভয়ঙ্কর, ভারতকে সতর্ক করে দিলেন অজ়ি তারকা
T20 World Cup 2024: ভারতের বিরুদ্ধে ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে মরণ-বাঁচন লড়াই। তবে এই ধরনের ম্যাচে একটু স্নায়ুর চাপে থাকা ভাল, মনে করেন অজ়ি তারকা।
সেন্ট লুসিয়া: টি-২০ বিশ্বকাপে (T) সোমবার মহারণ। সুপার এইটের ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া (Ind vs Aus)। যে ম্যাচের ওপর দাঁড়িয়ে রয়েছে সেমিফাইনালের ভাগ্য। ভারত কার্যত সেমিফাইনালে পৌঁছেই গিয়েছে। এই গ্রুপ থেকে লড়াই মূলত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। তবে সোমবার যদি অস্ট্রেলিয়া ভারতকে বিরাট ব্যবধানে হারিয়ে দেন, অন্য ম্যাচে আফগানিস্তান বড় ব্যবধানে হারায় বাংলাদেশেকে, তাহলে ভারতের ছিটকে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সোমবারের ম্যাচে ফেভারিট কারা? অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাওয়াজা সতর্ক করছেন, অস্ট্রেলিয়া খোঁচা খাওয়া বাঘের মতো। আফগানিস্তানের কাছে হারলেও, এখনই মুছে ফেলা উচিত নয় মিচেল মার্শদের। প্রাইম ক্যাফে উদ্বোধনে খাওয়াজা বলেছেন, 'আফগানিস্তান খুব শক্তিশালী দল। আগের বিশ্বকাপেও ওদের কাছে হেরে যেতে পারতাম।'
ভারতের বিরুদ্ধে ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে মরণ-বাঁচন লড়াই। তবে এই ধরনের ম্যাচে একটু স্নায়ুর চাপে থাকা ভাল, মনে করেন অজ়ি তারকা। খাওয়াজা বলেছেন, 'মানুষ মাত্রই একটু স্নায়ুর চাপ থাকবে এরকম পরিস্থিতিতে। আফগানিস্তান ম্যাচের আগে পর্যন্ত এই অস্ট্রেলিয়া দল কিন্তু খুব ভাল ক্রিকেট খেলেছে। এটাই টি-২০ ক্রিকেটের সৌন্দর্য। এক মুহূর্তে গোটা ছবি বদলে যায়।'
আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার পরাজয় ভুলে ভারতের বিরুদ্ধে মিচেল মার্শদের মাঠে নামার পরামর্শ দিয়েছেন খাওয়াজা। বলেছেন, 'আমাদের এখনও সুযোগ রয়েছে। আমাদের ভারতকে হারাতে হবে। বিশ্বকাপ নিয়ে যখন চাপ তৈরি হয়, অস্ট্রেলিয়া সব সময়ই এগিয়ে থাকে। বিপজ্জনক দল হয়ে ওঠে।'
All set for the match 😎
— BCCI (@BCCI) June 24, 2024
🆚 Australia
⏰ 8:00 PM IST
💻 https://t.co/Z3MPyeL1t7
📱 Official BCCI App#TeamIndia | #T20WorldCup | #AUSvIND pic.twitter.com/zaOCC595k9
টি-২০ ক্রিকেট যে তাঁর প্রিয় ফর্ম্যাট, মনে করিয়ে দিয়েছেন খাওয়াজা। বলেছেন, 'কেউ ভাবতে পেরেছিল যে, আমেরিকা সুপার এইচে যাবে! এটাই টি-২০ ক্রিকেটের সৌন্দর্য।'
Match-day! 🙌
— BCCI (@BCCI) June 24, 2024
Inching closer to 𝗟𝗜𝗩𝗘 action from St Lucia! ⌛️#TeamIndia | #T20WorldCup | #AUSvIND pic.twitter.com/ah8zdTJESx
আরও পড়ুন: জিম্বাবোয়ের বিরুদ্ধে নেতৃত্বে গিল, দুরন্ত আইপিএল মরশুমের পুরস্কার পেলেন চার তরুণ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।