IND vs ENG Match Highlights: মধুর প্রতিশোধ, ইংরেজদের দর্প চূর্ণ করে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত
T20 World Cup 2024: ইংল্যান্ডকে ৬৮ রানে হেলায় হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। শনিবার ফাইনালে মুখোমুখি হবে দুই অপরাজেয় দল। ভারত ও দক্ষিণ আফ্রিকা।
গায়ানা: দু'বছর আগের যন্ত্রণামুক্তি হল ভারতের?
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে অ্যাডিলেডে ভারতকে ১০ উইকেটে দুরমুশ করেছিল ইংল্যান্ড। অন্যতম ফেভারিট দলকে কার্যত দাঁড়াতেই দেননি ইংরেজ ক্রিকেটারেরা।
২ বছর পর গায়ানায় সেই অপমানের যেন জবাব দিলেন রোহিত শর্মা, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা-রা। ইংল্যান্ডকে ৬৮ রানে হেলায় হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। শনিবার ফাইনালে মুখোমুখি হবে দুই অপরাজেয় দল। ভারত ও দক্ষিণ আফ্রিকা। ফের একটি আইসিসি ট্রফি জয়ের সুযোগ টিম ইন্ডিয়ার সামনে।
বৃহস্পতিবার একটা সময়ে ম্যাচ হওয়া নিয়েই ছিল সংশয়। কারণ, গায়ানায় চলছিল বৃষ্টি। বৃষ্টি কাঁটায় ম্যাচ শুরু হয় দেরিতে। ভারতীয় ইনিংসের মাঝেও একবার বৃষ্টি এসে বিঘ্ন ঘটায়। আর এইরকম আবহাওযায় টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। বিরাট কোহলি ও ঋষভ পন্থকে দ্রুত ফিরিয়ে দিয়ে ভারতীয় ইনিংসকে শুরুতেই ধাক্কাও দিয়েছিল ইংল্যান্ড। তবে ভারত সেই বিপর্যয় কাটিয়ে ওঠে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে। ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৭ রানে ফেরেন। সূর্য মাত্র ৩ রানের জন্য হাফসেঞ্চুরির সুযোগ নষ্ট করেন। ৩৬ বলে ৪৭ রানে ফেরেন তিনি। তৃতীয় উইকেটে ৭৩ রানের পার্টনারশিপে ম্যাচের রং পাল্টে দিয়ে যান দুই মুম্বইকর।
সেই ভিতের ওপর দাঁড়িয়ে পরের দিকে ঝোড়ো ব্যাটিং করেন হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজারা। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৭১/৭।
𝙄𝙣𝙩𝙤 𝙏𝙝𝙚 𝙁𝙞𝙣𝙖𝙡𝙨! 🙌 🙌#TeamIndia absolutely dominant in the Semi-Final to beat England! 👏 👏
— BCCI (@BCCI) June 27, 2024
It's India vs South Africa in the summit clash!
All The Best Team India! 👍 👍#T20WorldCup | #INDvENG pic.twitter.com/yNhB1TgTHq
রান তাড়া করতে নেমে বাটলার শুরুতেই ঝড় তোলেন। ১৫ বলে ২৩ রান করার পর অক্ষর পটেলের শিকার হন তিনি। এরপরই ভারতীয় স্পিনারদের সামনে ভেঙে পড়ে ইংল্যান্ডের যাবতীয় প্রতিরোধ। প্রথমে অক্ষর, তারপর কুলদীপ যাদব - দুই স্পিনারের ঘূর্ণির হদিশ পাননি ইংরেজ ব্যাটাররা। দুজনই তিনটি করে উইকেট নেন। ২ উইকেট যশপ্রীত বুমরার। বাটলার ছাড়া হ্যারি ব্রুক ২৫ ও জোফ্রা আর্চার ২১ রান করেন। ১৬.৪ ওভারে মাত্র ১০৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।
আরও পড়ুন: উয়েফা ইউরোর মাঝেই দুর্ঘটনার শিকার ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।