UEFA Euro 2024: উয়েফা ইউরোর মাঝেই দুর্ঘটনার শিকার ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড
England Football Team: ইংল্যান্ডের অনুশীলনে আহত অবস্থায় দেখা যায় তারকা ফরোয়ার্ডকে।
নয়াদিল্লি: তাদের খেলার ধরন নিয়ে প্রবল সমালোচনার ঝড় উঠলেও, ইংল্যান্ড (England Football Team) কিন্তু উয়েফা ইউরোর (UEFA Euro 2024) গ্রুপ 'সি'-র শীর্ষে থেকেই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। রবিবার শেষ ১৬-র লড়াইয়ে স্লোভাকিয়ার মুখোমুখি হবে গ্যারেথ সাউথগেটের (Gareth Southgate) দল। সেই ম্যাচের আগেই বুধবার, ২৬ জুন দুর্ঘটনার কবলে পড়লেন ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড।
খবর অনুযায়ী ইংল্যান্ডের তরুণ উইঙ্গার অ্যান্থনি গর্ডেন (Anthony Gordon) নিজের মাউন্টেন বাইক থেকে পড়ে যান। এর জেরেই থুতনিতে চোট লাগে তাঁর। ইংল্যান্ডের অনুশীলনে সেই চোট নিয়েই ক্যামেরাবন্দিও হন নিউক্যাসেল ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে খেলা ফরোয়ার্ড। তাঁর থুতনির একাধিক জায়গায় কেটে গিয়েছে বলে খবর। ইংল্যান্ড দলের মেডিক্যাল দল সঙ্গে সঙ্গেই তাঁর চোটের জন্য প্রয়োজনীয় চিকিৎসা করে। এফএ-র তরফে দলের তারকাদের অবসর সময় কাটানোর জন্য যে সকল কাজকর্ম নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে মাউন্টেন বাইকিং অন্যতম। সেই মাউন্টেন বাইকিং করতে গিয়েই চোটের কবলে পড়েন গর্ডন। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন আবার ক্রিকেট খেলে নিজের সময় কাটান। খবর অনুযায়ী তাঁকে উইকেটকিপিং করতে দেখা যায়।
23 #ThreeLions players are out at training today, with @trippier2 and @_DeclanRice working on individual programmes.@PhilFoden remains in the UK owing to a personal matter. pic.twitter.com/5KYC7TRQk8
— England (@England) June 27, 2024
প্রসঙ্গত, ইংল্যান্ড গ্রুপ শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করলেও, সাউথগেটের পরিকল্পনা এবং দলের খেলার ধরন দুইই সমালোচনার মুখে পড়েছে। দলের সমর্থক থেকে বিশেষজ্ঞরা পর্যন্ত ইংল্যান্ডের সাধারণ মানের খেলার সমালোচনা করেছেন। তবে সমালোচনার মাঝেও দল কিন্তু কোচের পাশেই রয়েছেন বলে সাফ জানিয়ে দেন ইংল্যান্ড ডিফেন্ডার মার্ক গুয়েহি।
তিনি সাউথগেটের পক্ষে সওয়াল করে বলেন, 'ওঁর রেকর্ডই কথা বলে। আমাদের হয়ে দারুণ কাজ করেছেন ওঁ। আমদের গ্রুপের সকলেরই একে অপরের সঙ্গে সম্পর্ক খুব ভাল এবং আমরা সকলেই ম্যানেজারের পাশে রয়েছি। এখন পরের ম্যাচে মাঠে নামার অপেক্ষায় রয়েছি সকলে। আমরা সকলেই ম্যানেজার আমাদের জন্য যা করেছেন, তার জন্য কৃতজ্ঞ। ওর সময়ই আমি নিজের অভিষেক ঘটায়। আমার ওপর ভরসা দেখানোর জন্য আমি কৃতজ্ঞ এবং আমি নিশ্চিত বাকিদের ক্ষেত্রেও বিষয়টা এমনই।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতার পর, সর্বাধিক অ্যাসিস্ট দেওয়া তারকাও সই করলেন ইস্টবেঙ্গলে