T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে নিউ ইয়র্কেই প্রয়াত ক্রিকেট কর্তা
Mumbai Cricket Association: নিউ ইয়র্কে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে গিয়েছিলেন মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট অমোল কালে (Amol Kale)। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি।
নিউ ইয়র্ক: গিয়েছিলেন বিশ্বকাপ (T20 World Cup) দেখতে। কিন্তু আর দেশে ফেরা হল না। শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব। শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলেও।
টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ রানে হারিয়ে দেশবাসীকে খুশির রাত উপহার দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, ঋষভ পন্থরা। তবে সেই উৎসবের আবহেই এবার বিষাদের ছায়া।
নিউ ইয়র্কে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে গিয়েছিলেন মুম্বই ক্রিকেট সংস্থার (Mumbai Cricket Association) প্রেসিডেন্ট অমোল কালে (Amol Kale)। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি।
রবিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রুদ্ধশ্বাস সেই ম্যাচে বাবর আজ়মের পাকিস্তানকে ৬ রানে হারিয়ে দেয় রোহিত শর্মার ভারত। মুম্বই ক্রিকেট সংস্থার সচিব অজিঙ্ক নায়েক ও অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সূরয সামাতের সঙ্গে এই ম্যাচ দেখতে গিয়েছিলেন অমোল কালে। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। মাত্র ৪৭ বছর বয়সে।
২০২২ সালে মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হন কালে। তিনি কপিল দেবের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য তথা জাতীয় দলের প্রাক্তন নির্বাচক ও কোচ সন্দীপ পাটিলকে হারিয়ে ক্ষমতায় আসেন। সেই নির্বাচন নিয়ে হইচই হয়েছিল কারণ, পাটিলের মতো নামী ক্রিকেটারকে ক্ষমতাচ্যুত করেছিলেন অমোল কালে।
Deeply saddened by the passing of Amol Kale, President of the Mumbai Cricket Association. His passion for the sport and unwavering dedication to its development leaves a void in the cricketing community. Heartfelt condolences to his family, friends, and colleagues 🙏
— Ravi Shastri (@RaviShastriOfc) June 10, 2024
নাগপুরের বাসিন্দা কালে। তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন। অমোল কালের আমলেই বেশ কয়েকটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ করে মুম্বই ক্রিকেট সংস্থা। যার মধ্যে অন্যতম হল, ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া। পাশাপাশি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকরের ধাতব মূর্তি স্থাপনও করা হয় তাঁর উদ্যোগে। টানা তিন বছর অন্ধ্র প্রদেশের তিরুপতি বালাজি দেবস্থান ট্রাস্টের সদস্য ছিলেন অমোল কালে। নবি মুম্বইয়ের উলওয়েতে শ্রী বেঙ্কটেশ্বর মন্দিরের জায়গা খুঁজে পেতেও প্রধান ভূমিকা ছিল কালের।
আরও পড়ুন: জুতো লক্ষ্য করে বোলিং, পাঞ্জাবি গান আর খাবার, বুমরার অজানা গল্প শোনালেন সতীর্থ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।