Rishabh Pant: ক্রাচ ধরা হাতেই এখন শোভা পাচ্ছে বিশ্বকাপ, নিজের অবিশ্বাস্য কাহিনি শোনালেন পন্থ
T20 World Cup 2024: দক্ষিণ আফ্রিকাকে রুদ্ধশ্বাস ফাইনালে ৭ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পর নিজের প্রত্যাবর্তনের কাহিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পন্থ নিজেই।
বার্বাডোজ়: গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন। তাঁর বাঁচার আশাই ছিল না। গাড়ি দুর্ঘটনার পর তাঁর ক্ষতবিক্ষত শরীরের ছবি দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। একের পর এক অস্ত্রোপচার। দীর্ঘদিন কেটেছে হাসপাতালে। তীব্র মনের জোরকে সঙ্গী করে সেরে উঠেছেন তিনি। আর তার পুরস্কারও পাচ্ছেন।
ঋষভ পন্থের (Rishabh Pant) যে হাতে মাস কয়েক আগেও ধরা থাকত ক্রাচ, সেই হাতেই এখন শোভা পাচ্ছে টি-২০ বিশ্বকাপ। সঙ্গে বিশ্বজয়ীর পদক। পন্থের প্রত্যাবর্তনের যে কাহিনি হার মানাবে কোনও সিনেমাকেও।
দক্ষিণ আফ্রিকাকে রুদ্ধশ্বাস ফাইনালে ৭ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পর নিজের প্রত্যাবর্তনের কাহিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পন্থ নিজেই। কীভাবে তিনি ওয়াকার নিয়ে হাঁটার অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরলেন, ক্রাচ ছেড়ে ফিরলেন ক্রিকেট মাঠে, জিতে নিলেন বিশ্বকাপ, তা একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন রুরকির তরুণ।
ভিডিওতে দেখা যাচ্ছে, পন্থ ওয়াকার নিয়ে হাঁটছেন। তখন তাঁর সদ্য অস্ত্রোপচার হয়েছে। কোনও রকমে মাটিতে পা রাখতে পেরেছেন। তবে নিজে থেকে হাঁটতে পারতেন না। ওয়াকারের সাহায্য নিতে হতো।
ভিডিওতে এরপরেই দেখা যাচ্ছে, হাঁটুতে মোটা নি ক্যাপ বেঁধে সিঁড়ি ভাঙছেন পন্থ। চোখেমুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। তারপর রয়েছে তাঁর ট্রেনিং, ট্রেডমিলে দৌড়ের ভিডিও। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের শুরুর দিকে হাতে ক্রাচ নিয়ে হাঁটতেন। তারপর সেই ক্রাচ ত্যাগ করে নিজের পায়ে হাঁটতে সক্ষম হন পন্থ।
View this post on Instagram
ভিডিওতে তারপরই রয়েছে বিশ্বকাপ জেতার পর পন্থের সেলিব্রেশনের দৃশ্য। একহাতে ধরা টি-২০ বিশ্বকাপ। গলায় ঝোলানো বিশ্বজয়ীর পদক। পন্থ চিৎকার করছেন, 'কাম অন।' নিজেকেই নিজে বাহবা দিচ্ছেন যেন। পিছনে উড়ছে জাতীয় পতাকা। পন্থ নাচছেন, সতীর্থদের সঙ্গে সেলিব্রেট করছেন। ভিডিওর ক্যাপশনে পন্থ লিখছেন, 'আমি ধন্য, কৃতজ্ঞ। ঈশ্বরের নিজের কোনও পরিকল্পনা ছিল নিশ্চয়ই।' রশিদ খান থেকে শুরু করে একাধিক ক্রিকেটার শুভেচ্ছাবার্তা জানিয়েছেন পন্থকে।
আরও পড়ুন: বাংলা দলে ঋদ্ধিমান, সুদীপ, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন বাদ পড়া ক্রিকেটার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।