T20 World Cup 2026: আজ দুপুরে ঘোষণা, টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে কারা পাবেন সুযোগ? রইল ঝলক
Indian Cricket Team: দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। এই বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, যা ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে।

মুম্বই: দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। এই বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, যা ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে। টি-২০ বিশ্বকাপের জন্য শনিবার দুপুরে ঘোষিত হবে ভারতীয় দল। টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ-অধিনায়ক শুভমন গিলের খারাপ ফর্ম টিম ইন্ডিয়ার চিন্তা বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে কাকে দলে নেওয়া হবে আর কাকে বাদ দেওয়া হবে, তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। বিশ্বকাপে ভারতীয় দল কেমন হতে পারে?
বৈভব সূর্যবংশী খেলবে বিশ্বকাপে?
১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী এশিয়া কাপ রাইজিং স্টারস, সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে তার বিধ্বংসী ব্যাটিং দিয়ে ক্রিকেট জগতে সাড়া ফেলে দিয়েছে। এই পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে বিশ্বকাপের দলে জায়গা দেওয়ার দাবি উঠেছে। বৈভবকে কি বিশ্বকাপে দেখা যাবে? বিশেষজ্ঞরা বলছেন, না। কারণ আইসিসি-র নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার জন্য একজন খেলোয়াড়ের বয়স কমপক্ষে ১৫ বছর হতে হবে।
ঋষভ পন্থ বাইরে! অধিনায়ক হবেন সূর্যকুমার
ঋষভ পন্থের টি-২০ বিশ্বকাপে খেলা কঠিন, কারণ দলে ইতিমধ্যেই জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসনের মতো ২ জন উইকেটকিপার-ব্যাটার বিকল্প রয়েছে। সূর্যকুমার যাদব বর্তমানে খারাপ ফর্মে আছেন, কিন্তু অন্তত টি-২০ বিশ্বকাপ ২০২৬ পর্যন্ত অধিনায়ক হিসেবে থাকতে পারেন। অন্যদিকে, খারাপ ফর্ম সত্ত্বেও শুভমন গিলও দলে থাকতে পারেন।
হার্দিক পাণ্ড্য, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ এবং তিলক বর্মার জায়গাও পাকা বলে মনে হচ্ছে। যশস্বী জয়সওয়াল এবং রিঙ্কু সিংহের ভাল টি-২০ পরিসংখ্যান সত্ত্বেও দলে জায়গা পাওয়ার আশা কম। তবে তাঁদের রিজার্ভ খেলোয়াড় হিসেবে জায়গা দেওয়া হতে পারে।
Anticipation is soaring as the @ICC Men’s #T20WorldCup approaches! It is set to be the most global, most accessible, and most competitive edition ever. The action begins on February 7. pic.twitter.com/RM4KxNJSmx
— Jay Shah (@JayShah) December 19, 2025
টি-২০ বিশ্বকাপে ভারতের সম্ভাব্য দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল




















