Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর পার, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা রোহিতের
Rohit Sharma Update: ভারতীয় দল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে হেসেখেলে রান তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই জিতে যায় ভারত। যার জন্য ব্যাটিং করতে নামতে হয়নি সেই ছোট্ট ছেলেটিকে।

মুম্বই: সালটা ছিল ২০০৭। তারিখটা ছিল ২৩ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্য়াচে ২০ বছরে এক ছোট্ট ছেলে প্রথমবার খেলতে নেমেছিল ভারতীয় দলের জার্সিতে। লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করার কথা ছিল। কিন্তু ভারতীয় দল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে হেসেখেলে রান তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই জিতে যায় ভারত। যার জন্য ব্যাটিং করতে নামতে হয়নি সেই ছোট্ট ছেলেটিকে। সেদিনের সেই ছেলেটিই এখন দেশের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত অধিনায়ক। তিনি রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর পূরণ করে ফেললেন হিটম্য়ান। সোশ্য়াল মিডিয়ায় বিশেষ এই দিনটিকে স্মরণ করে আবেগঘন পোস্ট করলেন রোহিত।
একটা সময় ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামা রোহিতের কেরিয়ার বদলে যায় মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০১৩ সালের পর থেকে। ওপেনিং স্লটেই খেলা শুরু করেন হিটম্য়ান। ব্য়াস, আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। টেস্ট ফর্ম্য়াটে সেভাবে সাফল্য না পেলেও অধিনায়ক হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেছিলেন ভারতকে। সাদা বলের ২ টো ফর্ম্যাটেই ব্য়াট হাতে একের পর এক রেকর্ড। বিশ্বের অন্য়তম সেরা ওপেনারদের মধ্য়ে রোহিতের নাম বিবেচিত হয়। নিজের ইনস্টাগ্রামে ডেবিউ ক্য়াপের ছবি পোস্ট করে রোহিত লিখেছেন, ''সবসময়ের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ ২৩.০৬. ০৭''।

রোহিতের নেতৃত্বে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে মাঠ ছাড়তে হয় ভারতকে। তবে গোটা টুর্নামেন্টে ভারতের লড়াই প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ক্রিকেট বিশ্বের। তবে পরের বছরই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্বজয় করে রোহিতের টিম ইন্ডিয়া। ১৩ বছর পর আইসিসি ট্রফি ঘরে তোলে ভারতীয় দল। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে ভারত রোহিতের নেতৃত্বেই।
গত বছরই বিশ্বের একমাত্র প্লেয়ার হিসেবে ১৫০ টি-টোয়েন্টি খেলার মালিক হন রোহিত শর্মা। একমাত্র ব্য়াটার হিসেবে পাঁচটি শতরানও রয়েছে তাঁর এই ফর্ম্য়াটে। এমনকী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানেরও মালিক রোহিত। ৪৯৯ টি আন্তর্জাতিক ম্য়াচে এখনও পর্যন্ত ১৯,৭০০ রান করেছেন হিটম্য়ান। ওয়ান ডে ফর্ম্যাটে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিকও রোহিত। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে অপরাজিত ২৬৪ রান হাঁকিয়েছিলেন রোহিত। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে দেশের জার্সিতে ট্রফি জেতাই রোহিতের লক্ষ্য। এখন দেখার আরও ২ বছর খেলা চালিয়ে যেতে পারেন কি না ৩৮ এর রোহিত।




















