India Cricket Schedule: একটিও ম্যাচ পেল না ইডেন, আসন্ন মরশুমে কোন কোন মাঠে খেলবে ভারত? জানাল বিসিসিআই
BCCI: মোহালি, ইনদওর, গুয়াহাটি, রাজকোটের মতো মাঠগুলি যেগুলিতে বিশ্বকাপের মূলপর্বের ম্যাচ আয়োজিত হবে না, সেইসব মাঠগুলিই একাধিক ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল।
মুম্বই: জল্পনা শোনা যাচ্ছিল বিশ্বকাপের ম্যাচগুলি যে মাঠগুলিতে আয়োজিত হবে, সেইসব মাঠে ভারতের (Indian Cricket Team) আসন্ন মরশুমের ম্যাচ খেলা হয়তো হবে না। সেইমতোই আসন্ন মরশুমের জন্য ভারতীয় পুরুষ দলের একটি ম্যাচও পেল না ইডেন, ওয়াংখেড়ে। ঘরের মাঠে আয়োজিত মোট ১৬ ম্যাচের ভেন্যু ঘোষণা করা হল বিসিসিআইয়ের (BCCI) তরফে। সেই অনুযায়ী মোহালি, ইনদওর, গুয়াহাটি, রাজকোটের মতো মাঠগুলি যেগুলিতে বিশ্বকাপের মূলপর্বের ম্যাচ আয়োজিত হবে না, সেইসব মাঠগুলিই একাধিক ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল।
ভারতীয় দল আসন্ন ঘরোয়া মরশুমে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ঘরের মাঠে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে। ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে মাঠে নামবে টিম ইন্ডিয়া। যথাক্রমে মোহালি, ইনদওর এবং রাজকোটে তিনটি ম্যাচ আয়োজিত হবে। এরপর বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত আয়োজিত হবে এবারের বিশ্বকাপ। তারপর ২৩, ২৬ ও ২৮ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়ার প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে বিশাখাপত্তনম, তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিতে আয়োজিত হবে। ১ ও ৩ ডিসেম্বর নাগপুর ও হায়দরাবাদে শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে।
এরপরেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আফগানদের বিরুদ্ধে ১১, ১৪ ও ১৭ জানুয়ারি মোহালি, ইনদওর এবং বেঙ্গালুরুতে তিনটি ম্যাচ খেলা হবে। এরপরেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ। হায়দরাবাদে ম্যাচ দিয়ে সেই সিরিজের শুরু হবে। ২৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি প্রথম টেস্ট খেলা হবে। ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট, ১৫ ফেব্রুয়ারি রাজকোটে তৃতীয় টেস্ট, ২৩ ফেব্রুয়ারি চতুর্থ টেস্ট রাঁচিতে। ৭ মার্চ সর্বশেষ টেস্ট ম্যাচটি আয়োজিত হবে ধরমশালায়।
NEWS - BCCI announces fixtures for International Home Season 2023-24.
— BCCI (@BCCI) July 25, 2023
The Senior Men's team is scheduled to play a total of 16 International matches, comprising 5 Tests, 3 ODIs, and 8 T20Is.
More details here - https://t.co/Uskp0H4ZZR #TeamIndia pic.twitter.com/7ZUOwcM4fI
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মেজাজ হারিয়ে শাস্তি পেলেন হরমনপ্রীত, ভারতীয় অধিনায়ককে দুই ম্যাচ নির্বাসিত করল আইসিসি