Murshidabad : মুর্শিদাবাদ পুরসভায় ১০০ কোটির দুর্নীতি! প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
ABP Ananda Live: মুর্শিদাবাদ পুরসভায় প্রায় ১০০ কোটির দুর্নীতি! তদন্তে প্রায় ২৮ কোটি টাকা তছরুপের প্রমাণ। মুর্শিদাবাদের (Murshidabad Corruption) প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করলেন বর্তমান পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর। মুর্শিদাবাদ পুরসভায় ১০০ কোটির দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রাক্তন পুরপ্রধান বিপ্লব চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। প্রাক্তন পুরপ্রধান-সহ ১২জনের বিরুদ্ধে থানায় নালিশ বর্তমান পুরপ্রধানের।
আরও খবর,
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙড় রণক্ষেত্র। দলের দুই নেতা আরাবুল ইসলাম এবং সওকত মোল্লা পরস্পরকে আক্রমণ করছেন। সেদিনই পুরমন্ত্রী এবং তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য় ফিরহাদ হাকিমের মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য়। তিনি বলেন, "আমি বলব না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গাজলে স্নান করে এসেছে। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। আবার নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে তাদের থেকেও সতর্ক থাকতে হবে। আমাদের নেত্রী তো সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের ভাল মানুষের পাশে থাকুন।''