WTC Points Table: ফাইনালের স্বপ্ন ক্রমশ দূরে সরছে! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের চেয়েও পিছিয়ে পড়ল ভারত
Team India: ভারতীয় দল এখন ষষ্ঠ স্থানে রয়েছে, শুভমন গিলদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫ ।

দুবাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Points Table) পয়েন্ট টেবিলে ভারতীয় দল বড়সড় ধাক্কা খেল । নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে লম্বা লাফ দিয়েছে । পাকিস্তানও পয়েন্ট টেবিলে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে । ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জেতার পর নিউজ়িল্যান্ড ষষ্ঠ স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে । অন্যদিকে, অস্ট্রেলিয়া ১০০ পয়েন্ট শতাংশ নিয়ে প্রথম স্থানে রয়েছে ।
২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয়ী অস্ট্রেলিয়া এখনও প্রথম স্থানেই রয়েছে । অস্ট্রেলিয়া চলতি অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে । সম্প্রতি, ভারতকে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে রয়েছে । কিউই দল তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ।
ভারতের বড় ক্ষতি
ভারতীয় দল এখন ষষ্ঠ স্থানে রয়েছে, শুভমন গিলদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫ । যেখানে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ১০০ । এই পার্থক্য থেকেই স্পষ্ট যে, টিম ইন্ডিয়ার ফাইনালে যাওয়ার আশা কমেছে । এমনকী, পয়েন্ট টেবিলে পাকিস্তানও ভারতের চেয়ে এগিয়ে পঞ্চম স্থানে রয়েছে ।
যদি অ্যাশেজের বাকি ৩ ম্যাচে ইংল্যান্ড দারুণভাবে ফিরে আসে, তাহলে ভারতীয় দল আরও এক স্থান নিচে নেমে সপ্তম স্থানে যেতে পারে । WTC-র বর্তমান বৃত্তে ভারত এখনও পর্যন্ত ৯টি টেস্ট খেলেছে, যার মধ্যে জয় এসেছে মাত্র চারটি । শ্রীলঙ্কাও এক স্থান পিছিয়ে চতুর্থ স্থানে চলে এসেছে ।
New Zealand's stellar win in Wellington sees them rise in the #WTC27 standings 🙌
— ICC (@ICC) December 12, 2025
A look at where each side stands ⬇️https://t.co/IDs8LuwMrB
ভারতের পরবর্তী টেস্ট সিরিজ কবে
ভারতের এখন প্রায় ৮ মাস কোনও টেস্ট সিরিজ খেলার নেই । টিম ইন্ডিয়ার পরবর্তী টেস্ট সিরিজ ২০২৬ সালের অগাস্টে শ্রীলঙ্কার সঙ্গে হবে । উল্লেখ্য, ভারতকে যদি ২০২৭ WTC ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হয়, তাহলে তাদের বাকি ম্যাচগুলো জিততেই হবে ।
New Zealand advance to equal third spot after a comprehensive win in Wellington against the West Indies 💪#WTC27 | #NZvWI ✍️: https://t.co/UjPfevoi17 pic.twitter.com/9hkNmAWbxX
— ICC (@ICC) December 12, 2025




















