NZ vs PAK: টি-টোয়েন্টি ক্রিকেটে সাউদির ইতিহাস, হাই স্কোরিং ম্যাচে পাকিস্তানকে হারাল নিউজ়িল্যান্ড
New Zealand vs Pakistan: সাউদির বোলিংয়ের পাশাপাশি ড্যারেল মিচেল এবং কেন উইলিয়ামসনের অর্ধশতরানে ভর করে পাকিস্তানকে ৪৬ রানে হারাল নিউজ়িল্যান্ড।
অকল্যান্ড: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক টিম সাউদির (Tim Southee) মুকুুটে নয়া পালক। প্রথম বোলার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব নিজের নামে করলেন সাউদি। তাঁর দুরন্ত বোলিংয়ের পাশাপাশি ড্যারেল মিচেল এবং কেন উইলিয়ামসনের অর্ধশতরানে ভর করে অকল্যান্ডে হাই স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ৪৬ রানে হারাল নিউজ়িল্যান্ড (New Zealand vs Pakistan)। এই ম্যাচেই আবার মার্টিন গাপ্তিলকে পিছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন বাবর আজম (Babar Azam)।
এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। নিজের প্রথম বলেই ডেভন কনওয়েকে শূন্য রানে সাজঘরে ফেরালেও কেন উইলিয়ামসন এবং ফিন অ্যালেনের দৌলতে কিউয়িরা শুরুতেই দ্রুত গতিতে রান তুলতে শুরু করে। পঞ্চম ওভারেই অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলে নিউজ়িল্যান্ড। ১৫ বলে ৩৪ রানে অ্যালেন আউট হওয়ার পর মিচেল উইলিয়ামসনের সঙ্গে ক্রিজে যোগ দেন।
তৃতীয় উইকেটে দুইজনে মিলে ৭৮ রান যোগ করেন। কেন উইলিয়ামসন নিজের অর্ধশতরান পূরণ করে ৫৭ রানে আউট হন। ড্যারেল মিচেল ২৭ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ২২৬ রান তোলে। বল হাতে শাহিন এবং আব্বাস, দুই আফ্রিদি তিনটি করে উইকেট নেন। হ্যারিস রউফ নেন দুই উইকেট।
জবাবে ব্যাটে নেমে পাকিস্তানের দুই ওপেনার মহম্মদ রিজওয়ান এবং সাইম আয়ুব দুরন্তভাবে শুরুটা করেন। তবে রান আউটের দ্বারা আয়ুবের আট বলে ২৭ রানের ইনিংস সমাপ্ত হয়। রিজওয়ানকে ২৫ রানে ফেরান সাউদি। তিনে নেমে বাবর আজম অর্ধশতরানের ইনিংস খেলেন। ৫৭ রান করেন তিনি। এই ইনিংসের সুবাদেই কিউয়ি তারকা মার্টিন গাপ্তিলকে পিছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান বাবর। তবে তিনি যোগ্য সঙ্গ পাননি।
১৮০ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। টিম সাউদি চার ওভারে মাত্র ২৫ রান খরচ করে চার উইকেট নেন। শাহিন আফ্রিদি সাউদির ১৫০তম শিকার হন। ২০০৮ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ঘটানো সাউদির দখলে বর্তমানে ১৫১টি উইকেট রয়েছে। তাঁকে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে হ্যামিলটনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের একবার মাঠে নামতে দেখা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: নেই শামি, ঈশান, প্রথমবার ডাক পেলেন জুরেল, ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের দল ঘোষণা করল ভারত