Babar Azam: টানা খারাপ পারফরম্যান্সের জের, এশিয়া কাপ থেকে বাদ পড়বেন বাবর, রিজওয়ান?
Babar Azam And Mohammed Rizwan: দীর্ঘদিন ধরেই কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলের গ্রহ থেকে দূরে রয়েছেন। কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে টি-টোয়েন্টি সিরিজ হয়েছিল, সেই সিরিজেও জায়গা পাননি বাবর আজম

করাচি: এশিয়া কাপের (Asia Cup) প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গিয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলছে এশিয়া কাপ। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার প্রস্তুতিতেই আগের বছর এশিয়া কাপ (Asia Cup 2025) কুড়ির ফর্ম্য়াটে আয়োজিত হচ্ছে। আসন্ন টুর্নামেন্টে পাকিস্তানের দুই সেরা ব্যাটারকে আদৌ দেখতে পাওয়া যাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। ফর্মের ধারেকাছে না থাকার ফলে হয়ত দুজনেই বাদ পড়তে পারেন সম্ভাব্য স্কোয়াড থেকে।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম (Babar Azam) দীর্ঘদিন ধরেই কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলের গ্রহ থেকে দূরে রয়েছেন। কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে টি-টোয়েন্টি সিরিজ হয়েছিল, সেই সিরিজেও জায়গা পাননি বাবর আজম। যদিও ওয়ান ডে সিরিজে জায়গা করে নিয়েছিলেন বাবর আজম।
তিনটি ম্য়াচের মধ্য়ে দুটো ম্য়াচে দু অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি বাবর আজম। মহম্মদ রিজওয়ানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৪ বছর পর ওয়ান ডে সিরিজে হারতে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে। এই পরিস্থিতিতে বাবর ও রিজওয়ানের পক্ষে কিন্তু এশিয়া কাপে দলে সুযোগ পাওযাটা বেশ চাপের। এমনকী আগামী বছর যে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, সেই টুর্নামেন্টেও কিন্তু দুই তারকা ব্যাটারকে হয়ত পাওয়া যাবে না।
উল্লেখ্য়, বুধবার পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে প্রায় ৩৪ বছর পর জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। ম্য়াচে পাকিস্তান প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ তাঁদের বোর্ডে ৬৮ রানের বিনিময়ে ৩ উইকেট হারিয়েছিল। যদিও ক্যারিবিয়ান ব্যাটার শাই হোপ ৯৪ বলে ১২০ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ১০টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। বোর্ডে ২৯৪ রান তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
২৯৫ রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান বোলারদের দাপটে তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। সফরকারী দল মাত্র ৯২ রানে অল আউট হয়ে যায় ২৯.২ ওভারেই। ক্যারিবিয়ান তরুণ পেসার জেডন সিলস একাই ভেঙে দেন পাক ব্য়াটিংয়ের মেরুদণ্ড। নিজের ৭.২ ওভারের স্পেলে ১৮ রানের বিনিময়ে ৬ উইকেট নেন সিলস। পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটার সাইম আয়ুব, আব্দুল্লাহ শাফিক খাতাই খুলতে পারেননি। বাবর আজম ৯ রান করেন। মহম্মদ রিজওয়ানও খাতা খুলতে পারেননি।




















