INDW vs BANW: মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সুপার সিক্সে ভারত
Womens U19 T20 World Cup: ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৪ রান বোর্ডে তুলে নেয় অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালে ওঠার পথে এখনও পর্যন্ত অপরাজিত তাঁরা।

কুয়ালালামপুর: অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারত। ৮ উইকেটে টাইগারদের হারিয়ে সুপার সিক্সে জায়গা পাকা করল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। কুয়ালালামপুরের বাইয়ুমাসে আয়োজিত ম্য়াচে বাংলাদেশকে হারিয়ে সুপার সিক্সের জায়গা পাকা করল হরমনপ্রীত, স্মৃতিদের উত্তরসূরিরা। ভারতের বোলারদের দাপুটে বোলিংয়ের সুবাদে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৪ রান বোর্ডে তুলে নেয় অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালে ওঠার পথে এখনও পর্যন্ত অপরাজিত তাঁরা।
প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ মহিলা দল শুরু থেকেই উইকেট হারাতে থাকে। প্রথম ওভারেই ভারতের শবনম শাকিল বাংলাদেশের মোসাম্মত ইভাকে আউট করে দেন প্রথম ওভারের তৃতীয় বলেই। এরপর সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি বাংলাদেশের প্লেয়াররা। ভারতের বৈষ্ণবী শর্মা একাই ৩ উইকেট তুলে নেন। এছাড়া ভারতের হয়ে বল হাতে দুরন্ত পারফরম্য়ান্স করেন ভি জে ও গঙ্গাদি তৃষা।
৬৫ রান তাড়া করতে নেমে গঙ্গোদি তৃষা দারুণ শুরু করেন। কিন্তু অন্য ওপেনার জি কমালিনী চতুর্থ ওভারেই আউট হয়ে যান। তৃষা ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলেন। সপ্তম ওভারেই তিনি আউট হয়ে যান। তবে ক্যাপ্টেন নিকি প্রসাদ দলের জয় নিশ্চিত করেন। মাত্র ৭.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল। আর দুটো ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ।
জ্যোতি ইয়ারাজ্জির রেকর্ড
৬০ মিটার হার্ডলে নতুন রেকর্ড গড়লেন জ্যােতি ইয়ারাজ্জি। জিতে নিলেন সোনাও। ফ্রান্সে নঁততে আয়োজিত এলিট ইনডোর মিটিংয়ে মাত্র ৮.০৪ সেকেন্ড সময়ে ৬০ মিটার হার্ডল অতিক্রম করেছেন জ্যোতি ইয়ারাজ্জি। ২৫ বছরের তরুণী অ্য়াথলিট নিজের জাতীয় রেকর্ডই ভেঙে দিলেন। এর আগে ৮.১২ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি। ৬০ মিটার হার্ডল অতিক্রম করার ক্ষেত্রে। হিটে এদিন ৮.০৭ সেকেন্ড সময় নিয়েছিলেন জ্যােতি ইয়ারাজ্জি।
আগামী মার্চ মাসে চিনের নানজিংয়ে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড ইন্ডোর চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেখানে যোগ্যতা অর্জনের জন্য ৭.৯৪ সেকেন্ড সময়ের মধ্যে হার্ডল পূরণ করতে হবে। জ্যোতি সম্প্রতি কিছুদিন আগেই অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন। ইরানের তেহরানে ৮.১২ সেকেন্ড সময় নিয়েছিলেন। ২০২৪ সালে গত বছর এশিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার হার্ডলে সোনা জিতেছিলেন জ্যােতি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
