Gayle Meets MS Dhoni: তারকা সাক্ষাৎ, এক ফ্রেমে ধরা দিলেন ধোনি-গেল
Chris Gayle: ক্রিস গেল সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে ছবি দিয়ে তাঁকে ট্যাগ করে লেখেন, 'লং লিভ দ্য লেজেন্ডস।'
নয়াদিল্লি: দিন কয়েক আগেই দুই প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) ও সৌরভ গঙ্গোপাধ্যায় এক ফ্রেমে ধরা দিয়েছিলেন। মুহূর্তেই তাঁদের ছবি ভাইরাল হয়েছিল। এবার ক্রিস গেলের (Chris Gayle) সঙ্গে এক ফ্রেমে দেখা গেল ধোনিকে। রবিবার, ৫ ফেব্রুয়ারি গেলই নিজের সোশ্যাল মিডিয়ায় দুই কিংবদন্তির একাধিক ছবি শেয়ার করেন।
গেল সোশ্যাল মিডিয়ায় ধোনিকে ট্যাগ করে লেখেন, 'লং লিভ দ্য লেজেন্ডস।' দুই কিংবদন্তি ঠিক কোন কারণে দেখা করেছিলেন, সেই বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানা না গেলেও, ধারণা করা যেতে পারে যে আসন্ন কোনও বিজ্ঞাপনের শ্যুটেই দুইজনের সাক্ষাৎ হয়েছে। খবর অনুযায়ী, আইপিএলের স্ট্রিমিং পার্টনার মহেন্দ্র সিং ধোনিকে টুর্নামেন্টের প্রমোশনের জন্য কাজে লাগানো হবে। গেলকে আইপিএলের নিলামের সময় বিশেষজ্ঞ হিসাবে দেখা গিয়েছিল। তাই সম্ভবত দুইজনে মিলে ব্রডকাস্টারদের হয়ে কোনও বিজ্ঞাপনের শ্যুট করছেন বলে আন্দাজ করা যায়।
View this post on Instagram
দিল্লির অধিনায়ক
গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় আপাতত বেশি কিছুদিন মাঠের বাইরেই থাকতে হবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। আসন্ন আইপিএলে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। পন্থের অনুপস্থিতি তাঁর ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কাছে নিঃসন্দেহে এক বিরাট ধাক্কা। পন্থ আইপিএলে (IPL 2023) খেলতে পারবেন না, একথা জানাজানি হওয়ার পর থেকেই আসন্ন মরসুমে কে দিল্লির অধিনায়কত্ব করবেন, সেই নিয়ে জল্পনা কল্পনা চলছিই। সেই জল্পনার অবসান ঘটালেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
আজ ও কাল কলকাতার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুইদিনব্যাপী অনুশীলন শিবিরের আয়োজন করেছে দিল্লি ক্যাপিটালস। সৌরভের তত্ত্বাবধানেই সেই শিবির আয়োজিত হচ্ছে। সরফরাজ খানের মতো রঞ্জির সেমিফাইনালে অংশগ্রহণ করছেন না, এমন ঘরোয়া ক্রিকেটাররা মোটামুটি সকলেই এই শিবিরে উপস্থিত রয়েছেন। সেই শিবিরের মাঝেই সাংবাদিকদের সামনে সৌরভ আসন্ন মরসুমে দিল্লির অধিনায়কের নাম ঘোষণা করেন। সৌরভ জানান প্রাক্তন আইপিএল জয়ী অধিনায়ক ডেভিড ওয়ার্নারই (David Warner) আসন্ন আইপিএল মরসুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন: ছন্দে থাকাকালীনই টেস্টে সুযোগ দাও, এবার সূর্যকুমারের হয়ে ব্যাট ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়