Vaibhav Suryavanshi: ভারতীয় দলের হয়ে বৈভবের অনবদ্য ফর্ম অব্যাহত, মাত্র ৫২ বলেই শতরান হাঁকালেন সূর্যবংশী
Vaibhav Sooryavanshi: মাত্র ৫২ বলে বৈভবের ব্যাট থেকে সাতটি ছয় ও ১০ চারের সুবাদে শতরান এল।

উরস্টার: বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এতদিনে এই নামটার সঙ্গে সকল ক্রিকেটপ্রেমীই পরিচিত হয়ে গিয়েছেন। আইপিএলে তার দাপুটে ব্যাটিংয়ের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। এবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েও নিজের বিধ্বংসী ব্যাটিং অব্যাহত রেখেছেন সে।
ইংল্যান্ডে শুভমন গিলরা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে ব্যস্ত। দিন দু'য়েক আগে দাদাদের ম্য়াচ দেখতে এজবাস্টনে উপস্থিত ছিল বৈভবরা। শুভমনের অনবদ্য ডবল সেঞ্চুরির সাক্ষী থাকে তারা। এবার ঠিক তার দুই দিন পরে মাঠে নেমে বৈভব নিজেই এমন এক ইনিংস খেললেন, যা তাকে ফের একবার চর্চার কেন্দ্রবিন্দু করে তুলেছে।
বৈভব আজ ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে মাঠে নেমেছে। সিরিজ়ের চুতর্থ ম্যাচে আজ তারা মুখোমুখি হচ্ছে। এই সিরিজ় যত এগোচ্ছে। ততই যেন বৈভবের দাপট বাড়ছে। প্রথম দুই ম্যাচে আগ্রাসী ব্যাটিং করলেও, ৪৮ ও ৪৫ রানে আউট হয়ে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেছিল সে। তৃতীয় ম্য়াচে মাত্র ৩১ বলে ৮৬ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। এবার বাঁ-হাতি টপ ওপেনার সেঞ্চুরিই হাঁকিয়ে ফেলল।
🚨 Vaibhav Sooryavanshi has smashed the fastest known century in Youth ODIs 🫡💗 pic.twitter.com/CJhhXoDCBd
— Rajasthan Royals (@rajasthanroyals) July 5, 2025
আইপিএলে কনিষ্ঠতম তো বটেই, ভারতীয় হিসাবে দ্রুততম শতরানের মালিকের নাম বৈভব সূর্যবংশী। এবার সে যুব ওয়ান ডেতে প্রাপ্ত তথ্য অনুযায়ী দ্রুততম শতরান হাঁকাল। উরস্টারে মাত্র ৫২ বলে সেঞ্চুরি এল যশস্বীর ব্য়াট থেকে। এদিন ইংল্যান্ড টসে জিতে ভারতীয় দলকে ব্যাট করতে পাঠিয়েছিল। সুযোগ পেয়ে প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে ঝড় তুলল বৈভব।
🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) July 5, 2025
England U19 win the toss and elect to bowl against India U19 in the 4th One-Day match in Worcester.
Updates ▶️ https://t.co/1UbUq20eKD#TeamIndia pic.twitter.com/oWklDfKfR6
৪০ ওভারের ম্যাচে অধিনায়ক আয়ুষ মাত্রে রান না পেলেও, রান পেলেন বৈভব। মাত্র ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস খেলে আউট হন। বৈভবের এই ইনিংস সাজানো ছিল ১৩টি চার ও ১০টি ছক্কায়। ১৮৩-র অধিক স্ট্রাইক নিয়ে বৈভব এই নিয়ে ম্যাচ খেললেন। ৪০ ওভারের ম্য়াচে এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভারতীয় দলের স্কোর ৩৪ ওভার শেষে ভারতের স্কোর চার উইকেটে ২৫৫। এই ম্যাচ জিতলেই ভারতীয় দল সিরিজ়ও জিতে যাবে। সেই লক্ষ্যেই রয়েছেন মাত্রে, যুদ্ধজিতরা।




















