Vaibhav Sooryavanshi: যুব এশিয়া কাপে সেঞ্চুরি হাঁকাতেই ধবন, গিল, এবিডিকে টেক্কা বৈভব সূর্যবংশীর
Vaibhav Sooryavanshi Update: তবে ১৪ বছরের বৈভব ১৭১ রানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই শিখর ধবন, এবি ডিভিলিয়ার্স ও শুভমন গিলের মত বড় বড় নামকে টেক্কা দিয়ে দেয় বৈভব।

মুম্বই: ব্যাট হাতে নামলেই সংহারমূর্তি ধারণ করছে সে। যেন থামার কোনও লক্ষণই নেই। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নেমে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছে বৈভব। ৯৫ বলে ১৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেছে বৈভব সূর্যবংশী। ওপেনিংয়ে নেমেছিল সে আয়ুশ মাথরের সঙ্গে। আয়ুশ মাত্র ৪ রান করে আউট হলেও বৈভব জুটি বাঁধে অ্য়ারন জর্জ। যে ৭৩ বলে ৬৯ রানের ইনিংস খেলে। দুজনে মিলে ২১২ রানের পার্টনারশিপ গড়ে তোলে। অল্পের জন্য আম্বাতি রায়ডুর রেকর্ড ভাঙতে পারেনি বৈভব। যুব দলের জার্সিতে ওয়ান ডে ফর্ম্য়াটে ২০০২ সালে রায়াডু ইংল্য়ান্ডের বিরুদ্ধে টনটনে ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন। তাঁকে টেক্কা দিতে পারেনি বৈভব।
তবে ১৪ বছরের বৈভব ১৭১ রানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই শিখর ধবন, এবি ডিভিলিয়ার্স ও শুভমন গিলের মত বড় বড় নামকে টেক্কা দিয়ে দেয় বৈভব। যুব দলের জার্সিতে ওয়ান ডে ফর্ম্যাটে ধবন অপরাজিত ১৫৫ করেছিলেন। এবিডির ব্যাট থেকে এসেছিল ১৪৩ রান ও গিলের ব্যাট থেকে এসেছিল অপরাজিত ১৬০ রান। তাঁদের টেক্কা দিয়ে সূর্যবংশী এই ম্যাচে হাঁকাল ১৭১ রানের ইনিংস।
উল্লেখ্য, এদিন আমিরশাহি অধিনায়ক ইয়ায়িন রাই টস জিতে ভারতীয় দলকে প্রথমে ব্যাটিংয়ের জন্য আহ্বান জানায়। শুরুতেই দলের অধিনায়ক আয়ুষ মাত্রেকে মাত্র চার রানে হারিয়ে ধাক্কা খায় ভারতীয় জুনিয়ররা। তবে দলকে সেই ধাক্কা তেমন বুঝতেই দেয়নি বৈভব। অ্যারন জর্জ এবং বৈভব ব্যাটিং দৌরাত্ম্য শুরু করে। তবে শুরুটা নিজের স্বভাবচিত আগ্রাসী ব্যাটিং থেকে ভিন্ন খানিকটা দেখেশুনেই করে বৈভব। কিন্তু একবার সেট হয়ে যাওয়ার পর তাকে স্বমহিমায় দেখা যায়। দেখতে দেখতেই মাত্র ৫৬ বলে নিজের শতরান পূরণ করে ফেলে বৈভব। ৮৪ বলে ১৫০ রানের গণ্ডিও পার করে সে। তড়তড়িয়ে দ্বিশতরানের পথে এগোচ্ছিল বৈভব। তবে দুর্ভাগ্যবশত রান আউট হতে হয় তাকে। ১৮০-র স্ট্রাইক রেটে ৯৫ বলে ১৭১ রানে শেষমেশ তার ইনিংস থামে। নিজের ইনিংসে আমিরশাহি বোলারদের কার্যত ব্যাট হাতে শাসন করে বৈভব। তার ইনিংসে নয়টি চারের পাশাপাশি ১৪টি ছক্কাও দেখা যায়। এই অবিশ্বাস্য হিটিংয়ের দৌলতে বৈভব ইতিহাসের পাতায় নিজের নাম তুলে লেখান। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের এক ইনিংসে এর আগে এতগুলি ছক্কা হাঁকানোর কৃতিত্ব আর কারও নেই।




















