Virat Kohli: ব্যাগে তলোয়ার, কুঠার নিয়ে ঘোরেন কোহলি! ভাইরাল বিরাটের ভিডিও
Border-Gavaskar Trophy: অস্ট্রেলিয়া সফরে প্রতিবারই সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ভারতীয় দল। এবারও সেই ধারা অব্যাহত রইল।
ক্যানবেরা: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচ জিতে সিরিজ়ে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট শুরুর জন্য এখনও অনেকটা সময় বাকি রয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে এক প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই জন্য দেশের রাজধানী ক্যানবেরাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গোটা দল। এরই মাঝে বিরাট কোহলির (Virat Kohli) এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধামন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে দেখা ক্যানবেরায় দেখা করে ভারতীয় দল। পার্লামেন্টেও যায় গোটা টিম ইন্ডিয়া। সেখানে বক্তব্য রাখেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এরই ফাঁকেই সেই সফর চলাকালীনই কোহলির এক মজাদার সাক্ষাৎকার নেওয়া হয় যেখানে কোহলির ব্যাগে ঠিক কী কী আছে, সেই প্রশ্নটি করা হয় তাঁকে।
এর জবাবে কোহলি যা বলেন, থুরি, যা দেখান, তাতে তো যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, তিনি মাঝপথেই ক্যামেরা বন্ধ করে চলে যান। ভিডিওর শুরুতে ফোন ঘাটা কোহলিকে তাঁর ব্যাগে কী আছে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমার ব্যাগে এই যে একটা কুঠার আছে, একটা তার জরানো বেসবল ব্যাট রয়েছে। দুইটো তলোয়ার রয়েছে।' শুধু মুখে বলা নয়, সবটাই সঙ্গে সঙ্গে ক্যামেরায় দেখানও কোহলি। ভীত হয়ে সাক্ষাৎকার নেওয়া ব্য়ক্তি কার্যত ছুটে পালিয়ে যান।
Nothing just a video of King Kohli getting ready for the next Test match. 💀 pic.twitter.com/1A1QasAB7Z
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 28, 2024
তবে গোটাটাই যে মজার ভঙ্গিমায় করা হয়েছে, তা কিন্তু ভিডিওটা দেখলেই বোঝা যায়। প্রসঙ্গত, এদিন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে গোটা ভারতীয় দলই বেশ খোশমেজাজে আলাপচারিতা সারে। অজ়ি প্রধানমন্ত্রীকেও কোহলির উদ্দেশে মজা করে বলতে শোনা যায়, 'দারুণ ইনিংস খেলেছো পারথে, যেন সেই সময় আমরা আর কোনও কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম না।'
দেখা-সাক্ষাৎ শেষ। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিনরাতের দ্বিতীয় টেস্টের আগে দুইদিনের অনুশীলন ম্যাচ খেলার পালা। সেই ম্যাচের আগেই এল এই সাক্ষাৎ। প্রত্যেকবারই অস্ট্রেলিয়া সফরে এলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার রেওয়াজ রয়েছে ভারতীয় দলের। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে তাই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে গিয়েছিলেন রোহিত, কোহলি, যশপ্রীত বুমরারা।
আরও পড়ুন: বাবা নাপিত, ক্রিকেটের নেশায় রোজ সাইকেলেই ২০ কিমি পার করেন অনূ্র্ধ্ব ১৯ দলে ডাক পাওয়া ক্রিকেটার