Virat Kohli: বদলে গিয়েছেন বিরাট কোহলি! দিল্লির হয়ে রঞ্জি দলে ফিরলেও পাল্টেছেন অতীতের অভ্যাস?
Virat Kohli in Ranji Trophy: মঙ্গলবার সকাল নয়টায় কোটলার গেট দিয়ে ঢোকেন কোহলি। তিন ঘণ্টা মাঠে ছিলেন তিনি।

নয়াদিল্লি: বিরাট কোহলি যখন যেখানে মাঠে নামেন, সিংহভাগ সময়ই তিনি চর্চার কেন্দ্রবিন্দু হন। আর বিষয়টা যখন এক যুগ পরে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) প্রত্যাবর্তনের হয়, তখন তো স্বাভাবিকভাবেই তাঁর দিকে নজর থাকবে। ২০১২ সালে শেষবার দিল্লির হয়ে রঞ্জিতে নেমেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই কোহলি আর এই কোহলির মধ্যে যে অনেক পার্থক্য, তা প্রথম দিনেই বোঝা গেল।
মঙ্গলবার যে তিনি দিল্লি দলের অনুশীলনে যোগ দেবেন, তা আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। সেই মতোই মঙ্গলবার কোটলায় সকাল নয়টায় তাঁর কালো রঙের গাড়ি বীরেন্দ্র সহবাগ গেট দিয়ে কোটলায় ঢোকা থেকেই তাঁর দিকে নজর ছিল। দলের তরুণ ক্রিকেটার থেকে কোচ শরণদীপ, সকলকেই কোহলি-মহিমায় মুগ্ধই দেখায়। সকলের সঙ্গেই কথা বললেও, তাঁর অনূর্ধ্ব ১৯ সময়কার কোচ এবং বর্তমান দলের প্রশাসনিক ম্যানেজার মহেশ ভাটির সঙ্গেই সবথেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে দেখা যায় কোহলিকে।
এদিন বিরাটের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর আগেরকার সময়ের কাছের ক্রিকেটার বন্ধু শাভেজ়ও উপস্থিত ছিলেন। একসঙ্গে আড্ডা, হাসিখুশি মেজাজে অনুশীলন সবটাই চলে। তবে ১২ বছর আগের কোহলির থেকে এই কোহলি যে ভিন্ন, তা একটা বিষয়ই প্রমাণ করে দেয়। এক ডিডিসিএ আধিকারিক পিটিআইকে জানান, 'ওঁ ছোলে-পুরি পছন্দ করতো তো, তাই আমরা আগেভাগেই এনে রেখেছিলাম। তবে ওঁ স্পষ্ট জানিয়ে দেয় যে ওঁ ছোলে-পুরি খাবে না।'
তবে এক খাবার অভ্যাস ত্যাগ করলেও, সম্ভবত পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেই আরেক খাবার খান কোহলি। 'অনুশীলনের পর আগেরকার সময়ের মতোই সকলের সঙ্গে মিলে কাড়ি চাওয়াল খায় ওঁ।' এই দুই খাবার যে কোহলির অত্যন্ত প্রিয় তা তিনি অতীতেও বারংবার বলেছেন। তবে ১২ বছরের আগের কোহলির থেকে বর্তমানে বিশ্বক্রিকেটের ফেস হয়ে যাওয়া কোহলির খাওয়ার ধরন, ফিটনেস সবটাই যে বদলেছে, তা আজকের ঘটনা প্রমাণ করে দিল।
তবে অনুশীলনে কোনও ফাঁক ফোকর নেই। যতই গুরুত্বহীন ঘরোয়া ক্রিকেট ম্যাচ হোক না কেন, সেই একই একাগ্রতার সঙ্গেই অনুশীলন সারেন তিনি। ৩৫ মিনিট ওয়ার্ম আপের পর ১৫ মিনিটের ফুটবল খেলা, তারপর কয়েকটা দৌড় এবং তারপরেই নেটে ব্যাটিংয়ের উদ্দেশ্যে যান তিনি। আয়ুষ বাদোনি ব্যাটিং করছে দেখে তাঁকে প্রাথমিকভাবে নেট ছেড়ে দেন কোহলি। তবে কিছুক্ষণ পরে দুইজনে অদলবদল করে খেলবেন বলে কোহলিই তাঁকে জানান।
ব্যাটিংয়ের সময় থ্রো-ডাউনের বিরুদ্ধে ব্যাকফুটের শট খেলায় বেশি নজর দেন কোহলি। তারপর স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং করেন তিনি। তাঁকে নেটে কার্যত অপ্রতিরোধ্য দেখায়। এবার দেখার ঘরোয়া ক্রিকেটে কোহলি রানে ফেরেন কি না।
আরও পড়ুন: মাত্রাতিরিক্ত সমালোচনা! গাওস্করের বিরুদ্ধে বোর্ডকে নালিশ রোহিত শর্মার?




















