Virat Kohli dances: শাকিব আউট হতেই মাঠে বিশেষ নাচ বিরাটের, ভাইরাল হল কোহলির ভিডিও
IND vs BAN 1st Test: বাংলাদেশের প্রথম ইনিংসে শাকিবকে প্রাথমিকভাবে আউট না দিলেও, তৃতীয় আম্পায়রের সহায়তায় সিদ্ধান্ত বদল করেন অনফিল্ড আম্পায়াররা।
চেন্নাই: ২২ গজে ব্যাটিংরত বিরাট কোহলি (Virat Kohli) যতটাই একাগ্র, সিরিয়াস, ফিল্ডিং করার সময় কিন্তু সবসময় তেমনটা নয়। ইদানিং কালে বিশেষ করে বিরাটকে ফিল্ডিং করার সময় না না মজার মজার কাণ্ডকারখানা করতে ক্যামেরায় দেখা যায়। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও এমনই এক ঘটনা ঘটালেন বিরাট।
বিরাট কোহলি যতই প্রাক্তন অধিনায়ক তথা দলের সিনিয়র খেলোয়াড় হন না কেন, সেলিব্রেশনের সময় তাঁর মধ্যেকার সেই ছোট্ট বাচ্চাটা বেরিয়ে আসে। যে প্রতিপক্ষ খেলোয়াড়ের উইকেট উদযাপন করতে পিছপা হয় না। চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টেও (IND vs BAN 1st Test) ঠিক এমনই এক দৃশ্য দেখা গেল। বেশ অভিনব উপায়ে প্রতিপক্ষের শাকিব আল আসনের উইকেট উদযাপন করলেন বিরাট কোহলি। শাকিবের আউট সেলিব্রেট করা কোহলির ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।
রবীন্দ্র জাডেজার বিরুদ্ধে রিভার্স স্যুইপ মারতে গিয়ে বিপাকে পড়েন শাকিব। আম্পায়ার আউট না দিলেও, দেখা যায় শাকিবের রিভার্স স্যুইপে বল তাঁর ব্যাটে লেগে জুতোয় লাগে এবং উপরে উঠে যায়। তা মাটি স্পর্শ করেনি। সহজ ক্যাচ ধরে শাকিবের আউট সুনিশ্চিত করেন পন্থ। রিভিউের পর শাকিবকে আউট দেওয়া হয়। শাকিব বাংলাদেশ ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর উইকেটের গুরুত্ব বিশাল। তাই বাংলাদেশ তারকাকে আউট করে যেখানে গোটা দল আনন্দে ভাসে, সেখানে আনন্দের চোটে মাঠে নাচতেই শুরু করে দেন কোহলি।
Off the boot and in the safe hands of Pant! ☝️
— JioCinema (@JioCinema) September 20, 2024
Ravindra Jadeja delivers yet again! 💪#INDvBAN #IDFCFirstBankTestSeries #JioCinemaSports pic.twitter.com/UMvDwJTlRk
শাকিবই ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বাধিক ৩২ রান করেন। তবে প্রথম টেস্টের দ্বিতীয় দিনশেষে ম্যাচের রাশ সম্পূর্ণ ভারতের হাতে। আপাতত টিম ইন্ডিয়া মোট ৩০৮ রানে ম্যাচে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৮১ রানের বিনিময়ে তিন উইকেট। এর আগে যশপ্রীত বুমরার আগুনে বোলিংয়ে ভারতের ৩৭৬ রানের জবাবে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশের প্রথম ইনিংস। আপাতত ম্যাচ যে সম্পূর্ণভাবেই ভারতের দখলে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বুম বুমের ৪০০! ষষ্ঠ ভারতীয় ফাস্ট বোলার হিসাবে বিশেষ কীর্তি যশপ্রীত বুমরার